হিজরত ও স্বদেশ ত্যাগের মধ্যে পার্থক্য কি?

হিজরত ও স্বদেশ ত্যাগের মধ্যে পার্থক্য কি: আজকে আমরা জানবো হিজরত ও স্বদেশ ত্যাগের মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

হিজরত ও স্বদেশ ত্যাগের মধ্যে পার্থক্য কি

হিজরত ও স্বদেশ ত্যাগের মধ্যে পার্থক্য কি?

হিজরতস্বদেশ ত্যাগ
হিজরত কথার অর্থ ত্যাগ করা।স্বদেশ ত্যাগ শব্দের অর্থ নিজ দেশ ত্যাগ করা।
ইসলামি আইন মানতে বা পালন করতে যে কোনো কারণে কষ্টকর হলে এমন স্থান থেকে যেখানে ইসলামি আইন মানা বা পালন সহজ হয় সেখানে যাওয়া’কে হিজরত বলে।ইসলাম ছাড়া অন্য কোনো স্বার্থে দেশ ত্যাগ করা হলে, সেটা হবে দেশত্যাগ। দেশত্যাগের কারণ অন্য কিছু হতে পারে।

তো আজকে আমরা দেখলাম যে হিজরত ও স্বদেশ ত্যাগের মধ্যে পার্থক্য কি এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment