এক দশমাংশ ও এক শতাংশের মধ্যে পার্থক্য কি: আজকে আমরা জানবো এক দশমাংশ ও এক শতাংশের মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
এক দশমাংশ ও এক শতাংশের মধ্যে পার্থক্য কি?
এক দশমাংশ | এক শতাংশ |
---|---|
দশভাগের একভাগকেই দশমাংশ বলে। | সরকারি হিসাব ও অফিসের কাজে ব্যবহার্য দুই প্রকার পরিমাপ হলো শতাংশের হিসাব ও কাঠা’র হিসাব। এই দুইয়ের মধ্যে সম্পর্ক এই যে, এক একরের এক শত ভাগের এক ভাগকে বলা হয় “এক-শতাংশ” জমি। |
তো আজকে আমরা দেখলাম যে এক দশমাংশ ও এক শতাংশের মধ্যে পার্থক্য কি এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!