হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো “পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি”। তো চলুন দেখে নেওয়া যাক:
পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?
পৃথিবীর নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টরা।
আলফা সেন্টরাই -সি কে প্রক্সিমা সেন্টরাই নামেও ডাকা হয়। এটি খুব ছোটো লাল নক্ষত্র। প্রক্সিমা সেন্টরাই হল সূর্য ছাড়া পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে, শেয়ার করতে ভুলবেন না।