হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো “বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি”। তো চলুন দেখে নেওয়া যাক:
বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?
বাংলাদেশের সর্ব উত্তরের জেলা —পঞ্চগড়।
পঞ্চগড় জেলার আয়তন প্রায় ১,৪০৪.৬২ বর্গ কি.মি. বা ৫৪২.৩৩ বর্গমাইল। বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের স্থানাঙ্ক প্রায় ২৬.২৫° উত্তর ৮৮.৫০° পূর্ব।
পঞ্চগড় জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলা, উত্তর-পশ্চিমে জলপাইগুড়ি জেলা ও কোচবিহার জেলা, দক্ষিণে ঠাকুরগাঁও জেলা ও দিনাজপুর জেলা, পশ্চিমে ভারতের উত্তর দিনাজপুর জেলা এবং পূর্বে নীলফামারী জেলা অবস্থিত। ১৯৪৭ সালে ভারত বিভাগের জন্য স্যার সিরিল রেডক্লিফের নির্ধারিত সীমানা অনুযায়ী পঞ্চগড় জেলার তিনদিকে প্রায় ১৮০ মাইল বা ২৮৮ কি.মি. জুড়ে ভারতের সীমান্ত অবস্থিত।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে, শেয়ার করতে ভুলবেন না।