হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো “মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি”। তো চলুন দেখে নেওয়া যাক:
মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি?
মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ ত্বক।
ত্বক হচ্ছে মেরুদন্ডী প্রাণীর বহিরাঙ্গিক একটি অংশ যা প্রকৃতপক্ষে একটি নরম আবরণ এবং দেহকে আবৃত করে রাখে।
এটি প্রাণিদের ভিতরের অংশগুলোকে রক্ষা করে। স্তন্যপায়ীদের ত্বকে লোম বা ছোট চুল থাকে। ত্বক পারিপার্শ্বিক পরিবেশের সাথে সংযোগ স্থাপন করে এবং বাহ্যিক প্রভাবের বিরুদ্ধে এটি দেহের প্রাথমিক রক্ষক।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে, শেয়ার করতে ভুলবেন না।