সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? | সমগোত্রীয় শ্রেণীর তালিকা | সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য

আজকে আমরা জানবো সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

সমগোত্রীয় শ্রেণী কাকে বলে
সমগোত্রীয় শ্রেণী কাকে বলে

সমগোত্রীয় শ্রেণী কাকে বলে?

একই কার্যকরী মূলক বিশিষ্ট এবং একই ধরনের ধর্মবিশিষ্ট জৈব যৌগসমূহকে একত্রে সমগোত্রীয় শ্রেণি বলা হয়।

কার্বনের ক্যাটেনেশন ধর্মের কারণে কার্বন যৌগ তথা জৈব যৌগের সংখ্যা আট মিলিয়নের অধিক। এ বিপুল সংখ্যক জৈব যৌগ আলাদাভাবে অধ্যয়ন করা কষ্টসাধ্য ব্যাপার।

আলোচনার সুবিধার্থে জৈব যৌগসমূহকে গঠন ও ধর্মের ভিত্তিতে কতিপয় সমধর্মী যৌগ শ্রেণিতে বিভক্ত করা হয়। এ সব সমধর্মী যৌগ শ্রেণির নাম সমগোত্রীয় শ্রেণি

Also Read: শিক্ষা কাকে বলে?

জৈব রসায়ন অধ্যয়ন বলতে সমগোত্রীয় শ্রেণির অধ্যয়ন বুঝায়। অভিন্ন মৌল দ্বারা গঠিত সমধর্মী যৌগসমূহকে ক্রমবর্ধমান আণবিক ভর অনুসারে সাজালে যদি পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন –CH2– মূলকের পার্থক্য থাকে এবং এদের সংযুক্তি একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, তবে এরূপ নিকট সম্পর্কযুক্ত যৌগসমূহকে সমগোত্রক বলে এবং এদের শ্রেণিকে সমগোত্রীয় শ্রেণি বলা হয়।

যেমন, অ্যালকেন (CnH2n+2) একটি সমগ্রোত্রীয় শ্রেণি। মিথেন(CH4), ইথেন (C2H6), প্রোপেন (C3H8) ইত্যাদি অ্যালকেন শ্রেণির সমগোত্রক।

সমগোত্রীয় শ্রেণির বৈশিষ্ট্য

সাধারণভাবে সমগোত্রীয় শ্রেণির যৌগসমূহের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ –

  1. এরা অভিন্ন মৌল দ্বারা গঠিত।
  2. একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়।
  3. আণবিক ভরের ভিত্তিতে পাশাপাশি দুটি সমগোত্রকের মধ্যে –CH2– মূলকের পার্থক্য বিদ্যমান।
  4. প্রত্যেক সমগোত্রীয় শ্রেণির একটি নির্দিষ্ট কার্যকরীমূলক থাকে।
  5. এদের ভৌত ধর্মে নিয়মিত ক্রম লক্ষ্য করা যায়। আণবিক ভর বৃদ্ধির সাথে এদের ভৌত ধর্ম যেমন – গলনাংক, স্ফুটনাংক ও ঘনত্ব বৃদ্ধি পায় এবং দ্রাব্যতা হ্রাস পায়।
  6. এদের রাসায়নিক ধর্মে সাদৃশ্য বিদ্যমান।
  7. একই সাধারণ নিয়মে এদের প্রস্তুত করা যায়।

Also Read: এসিড কাকে বলে?

অ্যালকিন

অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, n=2 থেকে শুরু করে n এর বিভিন্ন মানের জন্য অ্যালকিনের নাম ও সংকেত গুলো দেখি-

  1. n = 2 হলে C2H4 (ইথিন)
  2. n = 3 হলে C3H6 (প্রোপিন)
  3. n = 4 হলে C4H8 (বিউটিন)
  4. n = 5 হলে C5H10 (পেন্টিন)
  5. n = 6 হলে C6H12 (হেক্সিন)
  6. n = 7 হলে C7H14 (হেপ্টিন)
  7. n = 8 হলে C8H16 (অক্টিন)
  8. n = 9 হলে C9H18 (ননিন)
  9. n = 10 হলে C10H20 (ডেকিন)

অ্যালকাইন

অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2, n=2 থেকে শুরু করে n এর বিভিন্ন মানের জন্য অ্যালকাইনের নাম ও সংকেত গুলো দেখি-

  1. n = 2 হলে C2H2 (ইথাইন)
  2. n = 3 হলে C3H4 (প্রোপাইন)
  3. n = 4 হলে C4H6 (বিউটাইন)
  4. n = 5 হলে C5H8 (পেন্টাইন)
  5. n = 6 হলে C6H10 (হেক্সাইন)
  6. n = 7 হলে C7H12 (হেপ্টাইন)
  7. n = 8 হলে C8H14 (অক্টাইন)
  8. n = 9 হলে C9H16 (ননাইন)
  9. n = 10 হলে C10H18 (ডেকাইন)

অ্যালকোহল

অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1OH, n=1 থেকে শুরু করে n এর বিভিন্ন মানের জন্য অ্যালকোহলের নাম ও সংকেত গুলো দেখি-

  1. n = 1 হলে CH3OH (মিথানল)
  2. n = 2 হলে C2H5OH (ইথানল)
  3. n = 3 হলে C3H7OH (প্রোপানল)
  4. n = 4 হলে C4H9OH (বিউটানল)
  5. n = 5 হলে C5H11OH (পেন্টানল)
  6. n = 6 হলে C6H13OH (হেক্সানল)
  7. n = 7 হলে C7H15OH (হেপ্টানল)
  8. n = 8 হলে C8H17OH (অক্টানল)
  9. n = 9 হলে C9H19OH (ননানল)
  10. n = 10 হলে C10H21OH (ডেকানল)

অ্যালডিহাইড

অ্যালডিহাইডের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1CHO, n=1 থেকে শুরু করে n এর বিভিন্ন মানের জন্য অ্যালডিহাইডের নাম ও সংকেত গুলো দেখি-

  • n = 1 হলে HCHO (মিথান্যালডিহাইড)
  • n = 2 হলে CH3CHO (ইথান্যালডিহাইড)
  • n = 3 হলে C2H5CHO (প্রোপান্যালডিহাইড)
  • n = 4 হলে C3H7CHO (বিউটান্যালডিহাইড)
  • n = 5 হলে C4H9CHO (পেন্টান্যালডিহাইড)
  • n = 6 হলে C5H11CHO (হেক্সান্যালডিহাইড)
  • n = 7 হলে C6H13CHO (হেপ্টান্যালডিহাইড)
  • n = 8 হলে C7H15CHO (অক্টান্যালডিহাইড)
  • n = 9 হলে C8H17CHO (ননান্যালডিহাইড)
  • n = 10 হলে C9H19CHO (ডেকান্যালডিহাইড)

কার্বক্সিলিক এসিড

কার্বক্সিলিক এসিডের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1COOH, n=1 থেকে শুরু করে n এর বিভিন্ন মানের জন্য অ্যালডিহাইডের নাম ও সংকেত গুলো দেখি-

  1. n = 1 হলে HCOOH (মিথানয়িক এসিড)
  2. n = 2 হলে CH3COOH (ইথানয়িক এসিড)
  3. n = 3 হলে C2H5COOH (প্রোপানয়িক এসিড)
  4. n = 4 হলে C3H7COOH (বিউটানয়িক এসিড)
  5. n = 5 হলে C4H9COOH (পেন্টানয়িক এসিড)
  6. n = 6 হলে C5H11COOH (হেক্সানয়িক এসিড)
  7. n = 7 হলে C6H13COOH (হেপ্টানয়িক এসিড)
  8. n = 8 হলে C7H15COOH (অক্টানয়িক এসিড)
  9. n = 9 হলে C8H17COOH (ননানয়িক এসিড)
  10. n = 10 হলে C9H19COOH (ডেকানয়িক এসিড)

সমগোত্রীয় শ্রেণী কাকে বলে

Leave a Comment