অ্যাম্পিয়ার কাকে বলে: আজকে আমরা জানবো অ্যাম্পিয়ার কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
অ্যাম্পিয়ার কাকে বলে
একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো পরিবাহীর মধ্য দিয়ে এক সেকেন্ডে এক কুলম্ব আধান প্রবাহিত হলে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় তাকে এক আম্পিয়ার বলে। অ্যাম্পিয়ারকে A দ্বারা প্রকাশ করা হয়।
অ্যাম্পিয়ারের সংজ্ঞা দাও
পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদ দিয়ে অভিলম্বভাবে 1 সেকেণ্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হলে যে প্রবাহমাত্রা পাওয়া যায় তাকে এক অ্যাম্পিয়ার বলে। অ্যাম্পিয়ারকে A দ্বারা প্রকাশ করা হয়।
SI পদ্ধতিতে বৈদ্যুতিক প্রবাহের একক হলো আম্পিয়ার। অ্যাম্পিয়ার হলো, প্রতি সেকেন্ডে এক কুলম্বের প্রবাহের সমান।
- অ্যাম্পিয়ার = 1 কুলম্ব/সেকেন্ড
অ্যাম্পিয়ারের নামকরণ করা হয়েছে আন্দ্রে মারি অ্যাম্পিয়ার, ফরাসি পদার্থবিদ (1775-1836) এর নামানুসারে।
অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ কী?
ভোল্টেজ হল চাপের একটি পরিমাপ যা ইলেকট্রনকে প্রবাহিত করতে দেয়, অ্যাম্পিয়ার হল ইলেকট্রনের পরিমাণের পরিমাপ।
1 অ্যাম্পিয়ারের মান কত?
কারেন্টের এক অ্যাম্পিয়ার এক কুলম্ব বৈদ্যুতিক চার্জ , অর্থাৎ 6.24×10 18 চার্জ বাহক, এক সেকেন্ডে চলমান। অন্য কথায়, একটি অ্যাম্পিয়ার হল এক ভোল্টের বল দ্বারা উত্পাদিত কারেন্টের পরিমাণ যা এক ওহমের প্রতিরোধের মাধ্যমে কাজ করে।
অ্যাম্পিয়ার কাকে বলে,অ্যাম্পিয়ারের সংজ্ঞা দাও
Also Read: গণিত কাকে বলে?