রাসায়নিক পরিবর্তন কাকে বলে: আজকে আমরা জানবো রাসায়নিক পরিবর্তন কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
রাসায়নিক পরিবর্তন কাকে বলে?
যে পরিবর্তনের ফলে কোনাে পদার্থ তার নিজের ধর্ম ও বৈশিষ্ট্য হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে।
যেমন- মিথেন(CH4) গ্যাসকে অক্সিজেনে পােড়ালে কার্বন ডাই-অক্সাইড গ্যাস, জলীয় বাষ্প এবং তাপ শক্তি উৎপন্ন হয়।
CH4(g) + O2(g) → CO2(g) + H2O(g)+ তাপশক্তি
এ ধরনের পরিবর্তনই রাসায়নিক পরিবর্তন। কারণ উৎপন্ন কার্বন ডাই-অক্সাইড গ্যাস ও জলীয় বাষ্পের ধর্ম মিথেন ও অক্সিজেনের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা । সুতরাং এটি একটি রাসায়নিক পরিবর্তন
রাসায়নিক পরিবর্তনের উদাহরণ
- লোহায় মরিচা পড়া
- দুধকে ছানায় পরিণত করা
- দিয়াশলাইয়ের কাঠি জ্বালানো
- গাছের পাতায় খাদ্য তৈরি প্রক্রিয়া
- মোমবাতির দহন
Also Read: মধ্যক কাকে বলে
তো আজকে আমরা দেখলাম যে রাসায়নিক পরিবর্তন কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!