সমকোণী ত্রিভুজ কাকে বলে: আজকে আমরা জানবো সমকোণী ত্রিভুজ কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
সমকোণী ত্রিভুজ কাকে বলে,সমকোণী ত্রিভুজ বৈশিষ্ট্য, সমকোণী ত্রিভুজ প্রকার ও কি কি, সমকোণী ত্রিভুজ ক্ষেত্রফল,সমকোণী ত্রিভুজ পরিসীমা
সমকোণী ত্রিভুজ কাকে বলে?
যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা ৯০ ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে।
সমকোণী ত্রিভুজের পরিসীমা
সমকোণী ত্রিভুজের পরিসীমা = ত্রিভুজের তিন বাহুর যোগফল
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ * ভূমি * উচ্চতা
সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য
- সমকোণী ত্রিভুজের একটি কোন অবশ্যই এক সমকোণ অর্থাৎ ৯০ হতে হবে।
- সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে।
- সমকোণী ত্রিভুজের অতিভুজই বৃহত্তম বাহু।
- সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের যে কোন একটিকে লম্ব এবং অপরটিকে ভূমি ধরতে বলা হয়। অর্থাৎ লম্ব ভূমি নির্দিষ্ট নয়।
- সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন বাহুদ্বয় সূক্ষ্মকোণ হয়।
- সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ পরস্পর পূরক।
- কোন ত্রিভুজের একটি কোন যদি অপর দুইটি কোণের সমষ্টির সমান হয়, তবে ত্রিভুজটি সমকোণী।
SOME FAQ:
অতিভুজের বিপরীতে থাকে-
উত্তর: (ক) সমকোণ
সমকোণী ত্রিভুজের একটি কোণ ৯০ ডিগ্রি হলে, অপর দুটি কোণের মান কত হবে?
উত্তর: (গ) ৯০ ডিগ্রি
একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ ৩৫ ডিগ্রি এবং ৫৫ ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরণের-
উত্তর: (ক) সমকোণী ত্রিভুজ
কোণ ত্রিভুজের দুটি কোণ ১০ ডিগ্রি ও ৮০ ডিগ্র । ত্রিভুজটি-
উত্তর: (গ) সমকোণী ত্রিভুজ
একটি সমকোণী ত্রিভুজের দ্বিতীয় কোণটির মাপ ২০ ডিগ্রি হলে, তৃতীয় কোনটির মান-
উত্তর: (ঘ) ৭০ ডিগ্রি
একটি সমকোণী ত্রিভুজের দ্বিতীয় কোণটির মাপ ৩০ ডিগ্রি হলে, তৃতীয় কোনটির মান-
উত্তর: (খ) ৬০ ডিগ্রি
সমকোণী ত্রিভুজের একটি কোণ ৫০ ডিগ্রি হলে অপর কোণটির মান-
উত্তর: ৪০ ডিগ্রি
একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ-
উত্তর: (ঘ) ৪৫, ৯০ এবং ৪৫ ডিগ্রি
সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি-
উত্তর: (গ) সূক্ষ্মকোণ
Also Read: ইসলাম কাকে বলে
তো আজকে আমরা দেখলাম যে সমকোণী ত্রিভুজ কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!