ইলেকট্রন আসক্তি কাকে বলে?

ইলেকট্রন আসক্তি কাকে বলে: আজকে আমরা জানবো ইলেকট্রন আসক্তি কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

ইলেকট্রন আসক্তি কাকে বলে
ইলেকট্রন আসক্তি কাকে বলে

ইলেকট্রন আসক্তি কাকে বলে?

অসীম দূরত্ব থেকে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণুর সর্ববহিঃস্থ স্তরে এক মোল ইলেকট্রন যোগে পরমাণুটিকে একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ঐ মৌলে ইলেকট্রন আসক্তি বলে।

SOME FAQ:

Na এর ইলেকট্রন আসক্তি কত?

উত্তর:-52.8 kj mol^-1

Mg এর ইলেকট্রন আসক্তি কত?

উত্তর: 0 kj mol^-1

F এর ইলেকট্রন আসক্তি কত?

উত্তর: -328 kj mol^-1

Be এর ইলেকট্রন আসক্তি কত?

উত্তর: 0

Ca এর ইলেকট্রন আসক্তি কত?

উত্তর: -2.37 kj mol^-1

তো আজকে আমরা দেখলাম যে ইলেকট্রন আসক্তি কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Also Read: word কাকে বলে

ইলেকট্রন আসক্তি,ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম,ইলেকট্রন আসক্তি কি,ইলেকট্রন আসক্তি কাকে বলে,ইলেকট্রন আসক্তি hsc,ইলেকট্রন আসক্তি ssc,ইলেকট্রন আসক্তির ক্রম,কোনটির ইলেকট্রন আসক্তি বেশি,ইলেকট্রন,কোন পর্দাথের ইলেকট্রন আসক্তি কম,f ও cl এর ইলেকট্রন আসক্তির তুলনা,আসক্তি,ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য,ইলেকট্রন আসক্তির গ্রুপ বরাবর পরিবর্তন,আয়নিকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তি,ইলেক্ট্রন আসক্তি,ইলেকট্রন আসক্তির মান,এইচএসসি ইলেকট্রন আসক্তি

Leave a Comment