Tense কাকে বলে: আজকে আমরা জানবো Tense কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
Tense কাকে বলে?
কোন Verb এর কাজ কখন সংঘটিত হয়, হয়েছিল,বা হবে তা নির্দেশ করার জন্য ঐ Verb এর যে রূপগুলো ব্যবহৃত হয় তাদেরকে Tense বলে।
Tense কত প্রকার ও কি কি?
Tense তিন প্রকার। যথা:-
- Present Tense (বর্তমান কাল)
- Past Tense ( অতীত কাল)
- Future Tense (ভবিষ্যৎ কাল)
Present Tense কাকে বলে?
Verb এর কার্য যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন কাতে Present tense বলে।
উদাহরণ:-
- I eat rice.
- He goes to school.
Past tense কাকে বলে?
Verb এর কার্য যখন অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে past tense বলে।
- আমি একটি পাখি দেখেছিলাম – I saw a bird.
- আমি খেলছিলাম – I was playing.
Future tense কাকে বলে?
Verb –এর যে কার্য ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তাকে Future tense বলে।
- আমি যাব – I shall go.
- আমি যেতে থাকব – I shall be going.
- তুমি আসার আগে আমি যেতে থাকব – I shall have been going before you come.
তো আজকে আমরা দেখলাম যে Tense কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!