কি এবং কী এর মধ্যে পার্থক্য কি?

কি এবং কী এর মধ্যে পার্থক্য কি: আজকে আমরা জানবো কি এবং কী এর মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

কি এবং কী এর মধ্যে পার্থক্য কি?

কিকী
যেসব প্রশ্নের উত্তর ঘাড় অথবা মাথা নেড়েই দেয়া যায় অর্থাৎ ‘হ্যাঁ’ অথবা ‘না’ এর মাধ্যমেই দেয়া যায় সেসব প্রশ্ন করতে ‘কি’ ব্যবহার করা হয় । যেমন- প্রশ্ন: তুমি কি ভাত খেয়েছো? উত্তর : হ্যাঁ অথবা না ।যেসব প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ অথবা ‘না’ দিয়ে দেয়া যায় না সেসব প্রশ্ন করতে ‘কী’ ব্যবহার করতে হয় । অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের উত্তর যদি বিশদ বিবরণ দ্বারা দিতে হয়, তাহলে এমন বাক্যে ‘কী’ ব্যবহার করতে হবে । যেমন- প্রশ্ন : তোমার নাম কী? উত্তর: আমার নাম মীনা ।
‘কি’ পদটি একটি অব্যয় পদ। এটি একটি প্রশ্নবাচক অব্যয়। এটি অনেক সময় সংশয়সূচক অব্যয় হিসেবেও ব্যবহৃত হয়।‘কী’ পদটি একটি সর্বনাম পদ। এটি একটি প্রশ্নসূচক সর্বনাম। তবে বিস্ময়বোধক অব্যয় হিসেবেও এর ব্যবহার আছে।

তো আজকে আমরা দেখলাম যে কি এবং কী এর মধ্যে পার্থক্য কি এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment