bcs এর পূর্ণরূপ কি? নতুন তথ্য

bcs এর পূর্ণরূপ কি: আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ পূর্ণরূপ। যা সবার জেনে রাখা উচিত। আর সেটি হলো bcs এর পূর্ণরূপ কি। তো চলুন জেনে নেয়।

bcs এর পূর্ণরূপ কি

bcs এর পূর্ণরূপ কি?

bcs এর পূর্ণরূপ হল – (বাংলাদেশ সিভিল সার্ভিস) Bangladesh Civil Service.

BCS মানে কি?

বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে প্রশাসন পরিচালনার চূড়ান্ত দায়িত্ব জনগণের নির্বাচিত প্রতিনিধিদের উপর বর্তায় যারা মন্ত্রী।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (BPSC) হল BCS এর প্রধান নীতি নির্ধারণ ও নিয়োগ সংস্থা । BCS এ মোট ২৬টি ক্যাডার রয়েছে।

BCS ব্রিটিশ শাসনামলে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের অভিজাত উচ্চতর সিভিল সার্ভিস ছিল। 1947 সালের বিভক্তির পর, পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয়, তাই এটি ছিল পাকিস্তানের সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস যা পরবর্তীতে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশ সিভিল সার্ভিস নামে পরিচিতি লাভ করে।

Also Read: bts এর পূর্ণরূপ কি

bcs সমন্ধে বিশেষ কিছু জ্ঞানী কথা

BCS বা বিসিএস এর পুর্ণরুপ Bangladesh Civil Service । বাংলাদেশের অধিকাংশ সরকারি পদে চাকরির ক্ষেত্রে বিসিএস-ই হলো প্রধান মাধ্যম। বর্তমানে এর ব্যাপকতা ক্রমাগত বেড়েই চলছে।

এদেশের প্রতিটি শিক্ষার্থীর কাছেই বিসিএস হলো সোনার হরিণের মত। শুধুমাত্র শিক্ষার্থীরা নয় তাদের গুরুজনদের কাছে বিসিএস যেন হীরার হরিণের মত।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বাংলা: বাংলাদেশ সিভিল সার্ভিস), যার নাম বিসিএস দ্বারা আরও বেশি পরিচিত, এটি ভারতীয় উপমহাদেশের গণপ্রজাতন্ত্রের সিভিল সার্ভিস ((বঙ্গদেশ)) ইম্পেরিয়াল সিভিল সার্ভিস থেকে উত্সিত হয়েছিল যা উচ্চবিত্ত উচ্চতর ছিল ব্রিটিশ ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের সিভিল সার্ভিস ব্রিটিশ শাসনামলে ১৮৫৮ থেকে ১৯৪ 1947 সালের সময়কালে।

১৯৪ 1947 বিভক্তির পরে পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয়, সুতরাং এটি ছিল পাকিস্তানের কেন্দ্রীয় সুপরিচিত পরিষেবা যা পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতার পরে ছিল। ১৯ 1971১ বাংলাদেশ সিভিল সার্ভিস হিসাবে পরিচিতি লাভ করে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) হ’ল বিসিএসের প্রধান নীতি নির্ধারণ এবং নিয়োগ সংস্থা বিসিএসে 26 জন ক্যাডার রয়েছে।

বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে প্রশাসন পরিচালনার চূড়ান্ত দায়িত্ব জনগণের নির্বাচিত প্রতিনিধিদের উপর নির্ভর করে যা মন্ত্রীরা থাকেন। তবে মুষ্টিমেয় মন্ত্রীরা আধুনিক প্রশাসনের বহুবিধ সমস্যাগুলির সাথে ব্যক্তিগতভাবে মোকাবিলা করার আশা করা যায় না। এইভাবে মন্ত্রীরা নীতিমালা রাখেন এবং বেসামরিক কর্মচারীরা এই নীতিটি কার্যকর করেন।

বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতা কি?

সর্বনিম্ন বয়স সীমা 21 এবং সর্বোচ্চ 30 বছর নির্ধারণ করা হয়েছে। বিসিএসের বিভিন্ন ক্যাডারে বাংলাদেশ বা বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের জন্য ভর্তির সুযোগ রয়েছে।

বিসিএস পরীক্ষা কত কঠিন?

B.C.S হল বাংলাদেশে ক্যারিয়ারের সন্ধানে আপনার মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন পরীক্ষার একটি।

BCS এর আরো কিছু গুরুত্বপূর্ণ পূর্ণরূপ

  • BCS- Biopharmaceutical Classification System
  • BCS- Body Condition Score
  • BCS – Breast Cancer Screening
  • BCS- Business Analyses Certification
  • BCS – Bayer Crop Science
  • BCS- Business Connectivity Services
  • BCS- Business and Computer Science
  • BCS- Business Communication Skills
  • BCS – Breast Cancer Survivor
  • BCS- Best Case Scenario
  • BCS- Battery Charge Status
  • BCS- Bar Code Scanner
  • BCS – Bangladesh Civil Service
  • BCS- Bachelor of Computer Science
  • BCS – Business Consulting Services
  • BCS- British Computer Society

আশা করি আপনারা bcs এর পূর্ণরূপ কি জানতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের অন্যান্য পোস্ট গুলো ভিসিট করবেন। ধন্যবাদ।

Leave a Comment