bts এর পূর্ণরূপ কি: আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ পূর্ণরূপ। যা সবার জেনে রাখা উচিত। আর সেটি হলো bts এর পূর্ণরূপ কি। তো চলুন জেনে নেয়।
bts এর পূর্ণরূপ কি?
BTS হলো দক্ষিণ কোরিয়ার একটি কে-পপ ব্যান্ড। এর পুরো নাম Bangtan Boys বা Bangtan Sonyandan.
আরো বিস্তারিত বলতে হলে এভাবে বলা যায় BTS এর পূর্ণরূপ হল Bangtan Sonyeondan. এটি ব্যাংটান বয়েজ নামেও পরিচিত । এটি একটি সাত সদস্যের দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ড যা 2010 সালে গঠিত হয়েছিল এবং 2013 সালে বিগ হিট এন্টারটেইনমেন্টের অধীনে আত্মপ্রকাশ করেছিল।
জিন, সুগা, জে-হোপ, আরএম, জিমিন, ভি এবং জংকুক সদস্যদের নিয়ে গঠিত ।
Bts এর পূর্ণরূপ কি in english
Full form of BTS:- The full form of BTS is Bangtans or Bangtan Boys .
Bts এর বাংলা কি, বিটিএস মানে কি, Bts এর অর্থ কি
Bts মানে কি হিজড়া?
না বিটিএস মানে হিজড়া না। বিটিএস মানে হল ব্যাঙ্গটন বয়েস। ৭ জন ছেলে মিলে একটা ব্যান্ড খুলছিলো যারা নাম দিয়েছিলো যে ব্যাংটন বয়েস বা বিটিএস। তো তারা হিজড়া হওয়ার কোনো প্রশ্ন আসে না। এটা আমাদের ভুল ধারণা
আশা করি আপনারা bts এর পূর্ণরূপ কি জানতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের অন্যান্য পোস্ট গুলো ভিসিট করবেন। ধন্যবাদ।