Gender কাকে বলে? | Gender কত প্রকার?

Gender কাকে বলে: আজকে আমরা জানবো Gender কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

Gender কাকে বলে,Gender কত প্রকার
gender কাকে বলে

Gender কাকে বলে?

বাক্যে ব্যবহৃত noun অথবা pronoun শব্দটি পুরুষ, স্ত্রী বা পুরুষ ও স্ত্রীর কোনটিই নয়, বা উক্ত শব্দটি উভয় লিঙ্গকে বুঝাচ্ছে, তা noun অথবা pronoun-এর যে রুপ দ্বারা জানতে পারি, তাকেই gender বলে।

Gender কত প্রকার?

Gender প্রধানত: চার প্রকার।

  1. Masculine Gender ( পুং লিঙ্গ)
  2. Feminine Gender ( স্ত্রী লিঙ্গ)
  3. Common Gender (উভয় লিঙ্গ)
  4. Neuter Gender (ক্লীব লিঙ্গ)

Masculine Gender:

যে noun অথবা pronoun শব্দ দ্বারা কোনও পুরুষ বা কোনও পুরুষ প্রজাতিকে বুঝায়, তখন তাকে Masculine Gender বলে।

যেমন: Rahim, man, boy, actor, horse, father, son, lion ইত্যাদি।

Also Read: তাপধারণ ক্ষমতা কাকে বলে

Feminine Gender:

যে noun অথবা pronoun শব্দ দ্বারা কোনও স্ত্রী বা কোনও স্ত্রী প্রজাতিকে বুঝায়, তখন তাকে Feminine Gender বলে।

যেমন: Rahima, woman, girl, actress, mare, mother, daughter, lioness ইত্যাদি।

Common Gender:

যে প্রাণিবাচক noun অথবা pronoun শব্দ দ্বারা যখন কোন পুরুষ বা স্ত্রী প্রজাতি উভয়েকেই বুঝায়, তখন তাকে Common Gender বলে।

যেমন: parent, friend, client, student, they, teacher, baby, child, beggar, bird, cat, cousin, deer (হরিণ বা হরিণী), foul (মোরগ বা মুরগী), friend, infant (ছেলে বা মেয়ে শিশু), person, judge (পুরুষ বা মহিলা বিচারক), painter, artist, driver, cook, prisoner, singer, dancer, reporter, journalist (সাংবাদিক) ইত্যাদি।

Neuter Gender:

অচেতন বা জীবনহীন (lifeless) noun অথবা pronoun শব্দ দ্বারা যখন কোন পুরুষ বা স্ত্রী প্রজাতি কোনটিকেই বুঝায় না, তখন তাকে Neuter Gender বলে।

যেমন: table, chair, pen pencil, furniture, book, computer, ইত্যাদি।

Note:

(a) সকল Collective noun হচ্ছে Neuter Gender কারণ তারা কোন একটি group বা সমষ্টি এবং group বা সমষ্টির কোন জীবন নাই বা জীবনহীন ।

(b) সকল Material noun এবং Abstract noun হচ্ছে Neuter Gender কারণ তারা জীবনহীন জিনিস এবং গুণাবলী বোঝায়।

Some FAQ:

Which one is Masculine Gender?

Heir

Which one is in feminine form?

Doe

Which one is in feminine form?

d) Nun

What is Masculine form of Duchess?

b) Duke

Which one is in Masculine form?

c) Stag

Which one is common gender?

d) Baby

তো আজকে আমরা দেখলাম যে Gender কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment