Grammar কাকে বলে: আজকে আমরা জানবো Grammar কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
Grammar কাকে বলে?
যে পুস্তকে ইংরেজি ভাষা শুদ্ধরূপে বলার পড়ার ও লিখার সঠিক নিয়মকানুন লেখা থাকে তাকে ইংরেজি Grammar বলে।
OR: যে পুস্তক পাঠ করিলে ভাষা শুদ্ধরূপে লিখিতে, পড়িতে ও বলিতে পারা যায় তাহাকে Grammar বা ব্যাকরণ বলে।
Also Read: লম্ব কাকে বলে
নিয়ম কানুন দিক দিয়ে ইংরেজি Grammar কে পাঁচ ভাগে ভাগ করা হয়:
- Orthography (বানান)
- Etymology (ব্যাকরণ)
- Syntax (বাক্য গঠন)
- Punctuation (যতিচিহ্নসিন্নিবেশ)
- Prosody (ছন্দ)
তো আজকে আমরা দেখলাম যে Grammar কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!