Quarantine আর Isolation এর মধ্যে পার্থক্য কি?

quarantine আর isolation এর মধ্যে পার্থক্য কি: আজকে আমরা জানবো quarantine আর isolation এর মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

Quarantine আর Isolation এর মধ্যে পার্থক্য কি?

quarantine আর isolation এর মধ্যে পার্থক্য কি?

Quarantine Isolation
কোয়ারেন্টাইনের মাধ্যমে সেই সকল সুস্থ ব্যক্তিদের (যারা কোন সংক্রামক রােগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছে) অন্য সুস্থ ব্যক্তি থেকে আলাদা রাখা হয়, তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয় এবং তারা ঐ সংক্রামক রােগে আক্রান্ত হয় কিনা তা পর্যবেক্ষণ করা হয়।কোয়ারেন্টাইনের মতই নিয়মকানুন মেনে সংক্রামক রােগে আক্রান্ত অসুস্থ ব্যক্তিদের অন্য সুস্থ ব্যক্তি হতে আলাদা রাখা হয় একে আইসোলেশন বলে।

তো আজকে আমরা দেখলাম যে quarantine আর isolation এর মধ্যে পার্থক্য কি এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment