Ram ও Rom এর মধ্যে পার্থক্য কি: আজকে আমরা জানবো ram ও rom এর মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
Ram ও Rom এর মধ্যে পার্থক্য কি?
Ram | Rom |
---|---|
RAM এর পূর্ণ রূপ হল “Random Access Memory”। | ROM এর পূর্ণ রূপ হল “Read Only Memory”। |
RAM কে প্রাথমিক মেমোরি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। | ROM কে একটি সেকেন্ডারি মেমরি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। |
র্যাম এর ডেটা যেকোন সময় সহজেই আপডেট করা যায় | Rom র ডেটা কখনই আপডেট হয় না। |
RAM হলো প্রাইমারী স্টোরেজ। | ROM হলো সেকেন্ডারি স্টোরেজ |
Ram একটি Volatile Memory। | ROM হল Non-Volatile Memory। |
RAM দুই ধরণের হয় SRAM ও DRAM | ROM চার ধরণের হয়ে থাকে PROM, MROM, EPROM, এবং EEPROM |
এটি প্রাইমারি মেমোরি ও ক্যাশে মেমোরি হিসাবে ব্যবহৃত হয়। | রম ফার্মওয়্যার (firmware) ও মাইক্রো কন্ট্রোলার হিসাবে ব্যবহার হয়। |
এর আকার বড় ও capacity বেশি যেরকম ১ থেকে ২৫৬ জিবি (1-256 GB) হয়। | রম এর আকার ছোট ও ধারণাশক্তি কম হয়। যেরকম ১-৮ এমবি (1-8 MB) |
RAM এর সাময়িকভাবে ডেটা সংরক্ষণ করার ক্ষমতা রয়েছে কারণ পাওয়ার বন্ধ হলে এর সম্পূর্ণ ডেটা মুছে যায়। | যেখানে রম সারাজীবন ডেটা সংরক্ষণ করতে পারে। পাওয়ার বন্ধ হলেও এর ডেটা মুছে যায় না। |
RAM কে স্ট্যাটিক এবং ডাইনামিক দুই প্রকারে ভাগ করা হয়েছে। | রমকে MROM, PROM, EPROM এবং EEPROM-এ ভাগ করা হয়েছে। |
RAM হল একটি উদ্বায়ী বা ভোলাটাইল প্রকৃতির মেমোরি | রম হল একটি অ-উদ্বায়ী বা ননভোলাটাইল মেমোরি । |
RAM এর তথ্য(ডাটার সমষ্টি) কম্পিউটার প্রসেসর সরাসরি এক্সেস করতে পারে। | ROM এর তথ্য(ডাটার সমষ্টি)কম্পিউটার প্রসেসর সরাসরি এক্সেস করতে পারে না । এর জন্য প্রথমে তথ্য(ডাটার সমষ্টি) কে RAM এ পাঠাতে , তারপর এক্সিকিউট হয়। |
RAM Read/write উভয় ক্রিয়াকলাপ করতে সক্ষম। | রম শুধুমাত্র রিডিং অপারেশন করতে সক্ষম। |
তো আজকে আমরা দেখলাম যে ram ও rom এর মধ্যে পার্থক্য কি এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!