Tense কাকে বলে? | Tense কত প্রকার ও কি কি?

Tense কাকে বলে: আজকে আমরা জানবো Tense কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

Tense কাকে বলে,Tense কত প্রকার ও কি কি
Tense কাকে বলে

Tense কাকে বলে?

কোন Verb এর কাজ কখন সংঘটিত হয়, হয়েছিল,বা হবে তা নির্দেশ করার জন্য ঐ Verb এর যে রূপগুলো ব্যবহৃত হয় তাদেরকে Tense বলে।

Tense কত প্রকার ও কি কি?

Tense তিন প্রকার। যথা:-

  1. Present Tense (বর্তমান কাল)
  2. Past Tense ( অতীত কাল)
  3. Future Tense (ভবিষ্যৎ কাল)

Present Tense কাকে বলে?

Verb এর কার্য যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন কাতে Present tense বলে।

উদাহরণ:-

  • I eat rice.
  • He goes to school.

Past tense কাকে বলে?

Verb এর কার্য যখন অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে past tense বলে।

  • আমি একটি পাখি দেখেছিলাম – I saw a bird.
  • আমি খেলছিলাম – I was playing.

Future tense কাকে বলে?

Verb –এর যে কার্য ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তাকে Future tense বলে।

  • আমি যাব – I shall go.
  • আমি যেতে থাকব – I shall be going.
  • তুমি আসার আগে আমি যেতে থাকব – I shall have been going before you come.

তো আজকে আমরা দেখলাম যে Tense কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment