হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো “wan এর উদাহরণ কোনটি”। তো চলুন দেখে নেওয়া যাক:
wan এর উদাহরণ কোনটি?
wan এর উদাহরণ হলো ইন্টারনেট।
WAN এর পুরো নাম Wide Area Network. যখন একটি বিশাল এলাকা জুরে কম্পিউটার নেটওয়ার্ক সেটআপ করা হয় তো সেই নেটওয়ার্ক কে WAN বলা হয়। একটা WAN এ একাধিক ছোট ছোট LAN (Local Area Network) থাকে। আর সেই সাথে WAN নিয়ন্ত্রণ করার জন্য এক বা একাধিক WAN এডমিন থাকেন।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে, শেয়ার করতে ভুলবেন না।