word কাকে বলে? | Word উদাহরণ

word কাকে বলে: আজকে আমরা জানবো word কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

word কাকে বলে,Word উদাহরণ
word কাকে বলে,Word উদাহরণ

word কাকে বলে?

Word অর্থ হলো শব্দ। এক বা একাধিক Letter মিলিত হয়ে যদি কোন অর্থ প্রকাশ করে তাকে Word বলে। যেমন – Boy (বালক), Mother (মা), Uncle (চাচা), Tree (গাছ), Quarrel (ঝগড়া করা) ইত্যাদি।

OR: এক বা একাধিক meaningful letter-ই word বা শব্দ, আমরা জানি অর্থবোধক ধ্বনিসমষ্টিকে শব্দ বা Word বলে।

যা মনে রাখা প্রয়োজন

  1. A, E, I, O, U এই ৫ টি Vowel ছাড়াও W ও Y কে Semi-Vowel বলা হয়। যেমন – Cry.
  2. Vowel ব্যতীত কোন Word গঠন করা যায় না।
  3. Q দিয়ে গঠিত শব্দের ক্ষেত্রে Q এর পর সবসময় U বসবেই। যেমন – Quarter, Quarrel, Quick ইত্যাদি।
  4. কতগুলো Letter কে পাশাপাশি বসিয়ে দিলেই Word হবে না। Word তখনই হবে যখন Letter গুলো একসাথে বসে কোন স্পষ্ট অর্থ প্রকাশ করবে। যেমন – Food , Month, Cap ইত্যাদি।
  5. Letter গুলো একসাথে বসে কোন পরিষ্কার অর্থ প্রকাশ না করলে Word হবে না। যেমন – Pca, oofd, ntohm ইত্যাদি।
  6. ইংলিশে সবচেয়ে ছোট Word হলো I (আমি), A (একটি) ।
  7. ইংরেজিতে সবচেয়ে বড় Word হলো Pneumonoultramicroscopicsilicovolcanokoniosis. এর উচ্চারন হলোঃ ন্যু-মোনো-আল্ট্রা-মাইক্রোস্কোপিক-সিলিকো-ভলকানো-কোনিওসিস। এটি একটি হার্টের রোগের নাম/ কার্ডিয়াক অ্যারেস্ট।

Also Read: স্থুলকোণ কাকে বলে

Word উদাহরণ

যেমন : Man- মানুষ,Good- ভাল,Pen- কলম,Book- বই

তো আজকে আমরা দেখলাম যে word কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

See MORE

Leave a Comment