আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য কি?

আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য কি: আজকে আমরা জানবো আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য কি?

আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য কি?

আদি কোষপ্রকৃত কোষ
নিউক্লিয়াসের উপস্থিতি নেই।নিউক্লিয়াসের উপস্থিতি আছে।
আবরণীবেষ্টিত অঙ্গাণু নেই।আবরণীবেষ্টিত অঙ্গাণু আছে।
আদি কোষে রাইবােজোম ব্যতীত অন্য কোনাে অঙ্গাণু সাইটোপ্লাজমে থাকে না।প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়াসহ অন্যান্য অঙ্গণু সাইটোপ্লাজমে থাকে।
কোষ সংখ্যা এককোষী।কোষ সংখ্যা বহুকোষী।
কোষপ্রাচীরের উপাদান পেপটিডোগ্লাইকেন।কোষপ্রাচীরের উপাদান সেলুলোজ (উদ্ভিদ কোষের ক্ষেত্রে)
কোষ বিভাজনের ধরন অ্যামাইটোসিস।কোষ বিভাজনের ধরন মাইটোসিস (দেহকোষের ক্ষেত্রে) এবং মিয়োসিস (জনন কোষের ক্ষেত্রে)

তো আজকে আমরা দেখলাম যে আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য কি এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment