উপজেলা এবং থানার মধ্যে পার্থক্য কি?

উপজেলা এবং থানার মধ্যে পার্থক্য কি: আজকে আমরা জানবো উপজেলা এবং থানার মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

উপজেলা এবং থানার মধ্যে পার্থক্য কি?

উপজেলাথানা
বাংলাদেশে সামরিক শাসক এরশাদ কর্তৃক ১৯৯৮ সালের পর প্রশাসনিক কেন্দ্র হিসেবে থানাকে উপজেলায় উন্নীত করা হয়।১৭৯২ সালের ৭ নভেম্বর বেঙ্গল প্রেসিডেন্সি সরকার কর্তৃক জারিকৃত একটি প্রবিধানে জেলা ম্যাজিস্ট্রেটদের নিজ নিজ জেলাকে কয়েকটি পুলিশি এখতিয়ারভুক্ত এলাকায় (থানা) বিভক্ত করার আদেশ দেওয়া হয়।
সরকারের প্রশাসনের একক ইউনিট উপজেলা।পুলিশ স্টেশনকে থানা বলা হয়। থানা পুলিশের একটি ইউনিট।
উপজেলার প্রধান উপজেলা নির্বাহী অফিসার (UNO)।থানার প্রধান নির্বাহী অফিসার ইনচার্জ (OC)।
উপজেলার কাজ সরকারের সকল সিদ্ধান্ত ও সেবাকাজ মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা।থানার কাজ শুধু আইন শৃঙ্খলা দেখাশোনা করা।
একটি উপজেলায় কয়েকটি থানা থাকতে পারে।থানা উপজেলার একটি অংশমাত্র।
বাংলাদেশে ৪৯২ টি উপজেলা রয়েছে ।বাংলাদেশে ৬৪৭ টি থানা রয়েছে।
নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, একজন UNO ( নির্বাহী প্রধান) ,একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা), মাঠ প্রশাসনের সকল সরকারি অফিস প্রধান/কর্মকর্তা ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা / ওসি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ নিয়ে উপজেলা প্রশাসন গঠিত।থানার প্রধান ভারপ্রাপ্ত কর্মকর্তা OC

তো আজকে আমরা দেখলাম যে উপজেলা এবং থানার মধ্যে পার্থক্য কি এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment