উপযোগ কাকে বলে? | উপযোগ কত প্রকার ও কি কি? | ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি

উপযোগ কাকে বলে: আজকে আমরা জানবো উপযোগ কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

উপযোগ কাকে বলে,উপযোগ কত প্রকার ও কি কি,ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি

উপযোগ কাকে বলে,উপযোগ কত প্রকার ও কি কি,ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি
উপযোগ কাকে বলে

উপযোগ কাকে বলে?

সাধারণ অর্থে উপযোগ বলতে কোনো জিনিসের উপকারিতাকে বোঝায়।

OR: উপযোগ বলতে সাধারণত কোনো দ্রব্যের প্রয়োজনীয়তা বা উপকারিতাকে বুঝায়।

কিন্তু অর্থনীতিতে উপযোগ শব্দটি বিশেষ অর্থ বহন করে। কোন দ্রব্য বা সেবার দ্বারা মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। সেটা উপকারি বা ক্ষতিকর যাই হোক না কেন।

অর্থনীতিবিদ মেয়ার্স বলেছেন: “উপযোগ হল কোনো দ্রব্যের ঐ বিশেষ গুন বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে”

সুতরাং কোনো দ্রব্য বা সেবার মধ্যে মানুষের অভাব বা চাহিদা পূরণের ক্ষমতা থাকলেই ঐ দ্রব্য বা সেবার উপযোগ আছে বলে মেনে নিতে হবে।

যেমনঃ পানি আমাদের খাদ্য ক্ষুধা নিবারণ করে , পিপাসা মেটায় আবার নার্সের সেবা আমাদের সুস্থ্য করে তোলে এইসবই হলো উপযোগ

Also Read: Vowel কাকে বলে

উপযোগ সম্পর্কীয় আলোচনায় নিম্নোক্ত বিষয়সমূহের প্রতি নজর রাখা বাঞ্ছনীয়ঃ

1) উপযোগের সাথে নৈতিকতার কোন সম্পর্ক নেই, অর্থাৎ ভালো, মন্দ, কল্যাণ-অকল্যাণ, উচিৎ অনুচিৎ ইত্যাদির সাথে তা সম্পর্কিত নয়। যেমন: মদ, গাঁজা, আফিন ইত্যাদির ক্ষতিকর হলেও এদের উপযোগ আছে।

2) কোন দ্রব্যের প্রচুর পরিমাণে প্রাপ্তি ও ভোগের ফলে ভোক্তার কাছে তার উপযোগ হ্রাস পায়।

3) উপযোগ একটি মানসিক অনুভূতি যা অন্যের মাধ্যমে পরিমাপযোগ্য নয়।

4) স্থান কাল ও পাত্র ভেদে কোন দ্রব্যের উপযোগের তারতম্য ঘটে থাকে। যেমন: শীতের দেশে গরম বস্ত্রের উপযোগ বেশি আর গ্রীষ্ম প্রধান দেশে সূতী কাপড়ের উপযোগ বেশি।

5) কোন দ্রব্যের উপযোগ সংশ্লিষ্ট ব্যক্তির চাহিদার তীব্রতা, অভ্যাস, রুচি, আয় প্রভৃতি বিষয়ের উপর নির্ভরশীল।

উপযোগ কত প্রকার ও কি কি?

উপযোগ তিন প্রকার:

  1. মোট উপযোগ
  2. গড় উপযোগ
  3. প্রান্তিক উপযোগ

ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি

যখন ভোক্তা কোনো একটি পণ্যদ্রব্য যত বেশি ভোগ করে, তার কাছে ওই পণ্যের প্রান্তিক উপযোগ তত কমে যেতে থাকে। ভোগের একক বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এ প্রবণতাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে।

তো আজকে আমরা দেখলাম যে উপযোগ কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment