একান্তর কোণ কাকে বলে | একান্তর কোণের বৈশিষ্ট্য

একান্তর কোণ কাকে বলে: আজকে আমরা জানবো একান্তর কোণ কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

একান্তর কোণ কাকে বলে,একান্তর কোণের বৈশিষ্ট্য
একান্তর কোণ কাকে বলে

একান্তর কোণ কাকে বলে?

দুটি সমান্তরাল রেখা অপর একটি রেখাকে তীর্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে সেগুলোকে একান্তর কোণ বলে। একান্তর কোণগুলো পরস্পর সমান।

একান্তর কোণের বৈশিষ্ট্য

  1. একান্তর কোণদ্বয় ছেদক রেখার বিপরীত পার্শ্বে অবস্থান করে।
  2. একান্তর কোণদ্বয় একই সমতলে অবস্থান করে।
  3. একান্তর কোণ দুইটি পরস্পর সমান হলে ছেদক রেখা ব্যতীত অপর রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হয়।

অনুরূপ কোণ হবার শর্ত

  • কোণ দুইটির শীর্ষবিন্দু ভিন্ন হয়।
  • কোণ দুইটি উভয়েই ছেদকের একই পাশে অবস্থান করে।
  • কোণ দুইটির একটি অন্তঃস্থ কোণ এবং অপরটি বহিঃস্থ কোণ হয়।

Also Read: মৌলিক অধিকার কাকে বলে?

Leave a Comment