হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো “এশিয়ার দীর্ঘতম নদী কোনটি”। তো চলুন দেখে নেওয়া যাক:
এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াংসিকিয়াং । নদীটি চীনে অবস্থিত । তিব্বতের মালভূমি এর উৎপত্তিস্থল এবং পতিত হয়েছে পূর্ব চীন সাগরে।
হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয় ।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে, শেয়ার করতে ভুলবেন না।