কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কি?

কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কি: আজকে আমরা জানবো কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কি

কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কি?

কারণশর্ত
কারণ হলো শর্তের সমষ্টি ।অপরপক্ষে শর্ত হলো কারণ এর অংশ।
কারণ উপস্থিত থেকে কার্যকে ঘটায়।অপরপক্ষে শর্ত উপস্থিত এবং অনুপস্থিত থেকে কার্যকর ঘটায়।
কারণ একটি সমগ্র যা কার্যকে ঘটায়।অপরপক্ষে শর্ত হলো কারণ এর এক অপরিহার্য অংশ যা কার্যকে ঘটায়।
একটি কার্যের একটি কারণ থাকে।অপরপক্ষে একটি কারণে একাধিক শর্ত থাকে।
কারণ সর্বদায় সদর্থক হয়।অপরপক্ষে শর্ত সদর্থক হতে পারে আবার নঞর্থকও হতে পারে।

তো আজকে আমরা দেখলাম যে কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কি এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment