কার্যকরী মূলক কাকে বলে: আজকে আমরা জানবো কার্যকরী মূলক কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

কার্যকরী মূলক কাকে বলে?
জৈব যৌগের ধর্ম ও বিক্রিয়া কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত কাঠামো অপেক্ষা যৌগের সক্রিয় পরমাণু বা মূলকের উপর অধিকতর নির্ভরশীল। এ সব পরমাণু বা মূলক যৌগের কার্যকরী মূলক হিসেবে অভিহিত। কোন যৌগের অণুস্থিত যে পরমাণু বা মূলক ঐ যৌগের রাসায়নিক ধর্ম কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে তাকে ঐ যৌগের তথা যৌগ শ্রেণির কার্যকরী মূলক বলে।
যেমন – জৈব এসিডের কার্যকরী মূলক হলো কার্বক্সিল মূলক (-COOH)।
বিভিন্ন সমগোত্রীয় শ্রেণির নাম, সংকেত এবং সমগ্রোত্রকের উদাহরণ।


ফেনলের ব্যবহার নিচে উল্লেখ করা হলো
- ফেনল ফরম্যালডিহাইড প্লাস্টিক (যেমন, ব্যাকেলাইট) উৎপাদনে ব্যবহৃত হয়।
- নাইনল প্রস্তুতিতে যে সাইক্লোহেক্সানল ব্যবহৃত হয় সেটি উৎপাদনে ফেনল ব্যবহৃত হয়।
- ওষুধ শিল্পে কতিপয় ওষুধ যেমন, স্যালিসাইলিক এসিড, ‘স্যালল’ বা ফিনাইল সিলিসাইলেট, বেদনানাশক অ্যাসপিরিন প্রভৃতি প্রস্তুতিতে ব্যবহৃত হয়।
- পিকরিক এসিড উৎপাদনে, ফিনলফথ্যালিন এবং অন্যান্য কতিপয় রঞ্জক তৈরিতে ব্যবহৃত হয়।
- গাছ সংরক্ষণকারী হিসেবে ফেনল ব্যবহৃত হয়।
Also Read: মোল কাকে বলে
কার্যকরী মূলক কাকে বলে,কার্যকরী মূলক সমূহ
তো আজকে আমরা দেখলাম যে কার্যকরী মূলক কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!