হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো “কোনটি অলীক সম্পদ”। তো চলুন দেখে নেওয়া যাক:
কোনটি অলীক সম্পদ?
যে সকল সম্পত্তিকে কোন মূল্যেই কারো নিকট বিক্রয় করা যায় না, বা যে সকল সম্পত্তির কোন বাজারমূল্য নেই, তাদেরকে অলীক সম্পত্তি বলে।
অলীক সম্পত্তি- অবাস্তব সম্পত্তি/ কাল্পনিক সম্পত্তি/ ভুয়া সম্পত্তি নামেও পরিচিত
১.প্রাথমিক খরচাবলী,
২. বিলম্বিত বিজ্ঞাপন
৩. শেয়ারের দালাল/দয়গ্রাহক/অবলেখকের কমিশন ইত্যাদি
৪.পুরাতন পরিত্যক্ত দালানকোঠা,
৫. শেয়ার ও ঋণপত্রের বাট্টা,
৬.লাভ-লোকসান আবণ্টন হিসাবের ডেবিট উদ্বৃত্ত
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে, শেয়ার করতে ভুলবেন না।