হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো “খুলাফায়ে রাশেদিনের সময়কাল কোনটি”। তো চলুন দেখে নেওয়া যাক:
খুলাফায়ে রাশেদিনের সময়কাল কোনটি?
চারজন খলিফা হলেন –
- হযরত আবু বকর (রাঃ) (৬৩২–৬৩৪ খ্রিস্টাব্দ)
- হযরত উমর ইবনুল খাত্তাব (রাঃ) (৬৩৪–৬৪৪ খ্রিষ্টাব্দ)
- হযরত উসমান ইবন আফফান (রাঃ) (৬৪৪–৬৫৬ খ্রিস্টাব্দ)
- ʿহযরত আলী ইবন ʾআবী তালিব (রাঃ) (৬৫৬–৬৬১ খ্রিস্টাব্দ)।
এছাড়াও হাসান ইবনে আলীকেও (৬৬১ খ্রিস্টাব্দ) মাঝেমধ্যে খুলাফায়ে রাশেদীনদের অন্তর্ভুক্ত করা হয়।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে, শেয়ার করতে ভুলবেন না।