চাহিদা সূচি ও চাহিদা রেখা কাকে বলে?

চাহিদা সূচি ও চাহিদা রেখা কাকে বলে: আজকে আমরা জানবো চাহিদা সূচি ও চাহিদা রেখা কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

চাহিদা সূচি ও চাহিদা রেখা কাকে বলে
চাহিদা সূচি ও চাহিদা রেখা কাকে বলে

চাহিদা সূচি ও চাহিদা রেখা কাকে বলে?

একটি নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে কোন দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তা যখন একটি রেখার মাধ্যমে দেখানাে হয় সে রেখাকে চাহিদা রেখা বলে ।

চাহিদা রেখার প্রতিটি বিন্দু একটি নির্দিষ্ট দামে একটি নির্দিষ্ট পরিমাণ চাহিদা নির্দেশ করে । অর্থাৎ চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশই হল চাহিদা রেখা । চাহিদা সূচির মত চাহিদা রেখা থেকেও দ্রব্যের দাম ও চাহিদার বিপরীতমুখী সম্পর্ক জানা যায় ।

তো আজকে আমরা দেখলাম যে চাহিদা সূচি ও চাহিদা রেখা কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment