ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য কি: আজকে আমরা জানবো ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য কি?
ঝুঁকি | অনিশ্চয়তা |
---|---|
ঝুঁকি একটি পরিমাপযোগ্য অনিশ্চয়তা অর্থাৎ মুনাফা হতেও পারে আবার নাও হতে পারে। | অনিশ্চয়তা একটি অজানা ঝুঁকি যা পরিমাপযোগ্য নয়। |
ঝুঁকিকে পরিমাপ করা যায়। | অনিশ্চয়তাকে পরিমাপ করা যায় না। |
ঝুঁকির ফলাফলের সম্ভাবনা জানা যায়। | অনিশ্চয়তার ফলাফল অজানা থাকে। |
ঝুঁকি কমাতে এর বিপক্ষে বিমা করা যায়। | অনিশ্চয়তার বিপরীতে বিমা করা যায় না। |
ঝুঁকি নিয়ন্ত্রণযোগ্য। | অনিশ্চয়তা অনিয়ন্ত্রণযোগ্য। |
সঠিক পদক্ষেপ এর মাধ্যমে ঝুঁকি হ্রাস করা যায়। | অনিশ্চয়তাকে যেহেতু পরিমাপ করা যায় না সুতরাং এটিকে হ্রাসও করা যায় না। |
ঝুঁকির ক্ষেত্রে কোনও সমস্যার সম্ভাব্য সকল বিকল্প অর্থনীতিবিদরা বের করতে পারেন। | অনিশ্চয়তার ক্ষেত্রে সম্ভাব্য কোনো বিকল্প বের করার সুযোগ নেই। |
তো আজকে আমরা দেখলাম যে ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য কি এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!