ড্রইং কাকে বলে? | অংকন অথবা ড্রইং উদ্দেশ্য | অংকন এর শ্রেণীবিভাগ

ড্রইং কাকে বলে: আজকে আমরা জানবো ড্রইং কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

ড্রইং কাকে বলে,অংকন অথবা ড্রইং উদ্দেশ্য,অংকন এর শ্রেণীবিভাগ
ড্রইং কাকে বলে

ড্রইং কাকে বলে?

যেকোনো বস্তু বা ধারনাকে সরাসরি দেখে বা নিজের কল্পনায় নিয়ে এসে – কাগজ, কাপড়, বোর্ড ইত্যাদিতে উপস্থাপন করার কৌশলকেই ড্রইং’ বলে।

OR: কোন একটি বস্তু বা বস্তুর অংশবিশেষ একটি সমতলের উপর সংক্ষিপ্ত ও সম্পূর্ণভাবে ইহার আকৃতি, প্রকৃতি, পরিদর্শন এবং উৎপাদনের জন্য প্রয়োজনীয় সার্বিক তথ্যসম্বলিত কতগুলি ভিন্ন ভিন্ন রেখার মাধ্যমে অন্তর্ভুক্তকরণের ভাষাকেই অংকন বা ড্রইং বলে।

OR: কোন একটি বস্তুকে একটি কাগজের উপরে নিয়মতান্ত্রিক রেখাসমূহের মাধ্যমে উপস্থাপন করার কৌশলকেই অংকন বলা হয়।

Also Read: পৌরনীতি কাকে বলে

অংকন অথবা ড্রইং উদ্দেশ্য

মানুষের মনের ভাবকে অন্যের নিকট প্রকাশ করিতে যেমন ভাষার প্রয়োজন, কবি ও লেখকেরা তাহাদের মনের অভিব্যক্তিকে যেমন কবিতা ও প্রবন্ধের মাধ্যমে ব্যক্ত করিয়া তোলে, শিল্পীরা তাহাদের শিল্পের মাধ্যমে শিল্পকে সৌন্দর্য মন্ডিত করিয়া তোলে, ঠিক তেমনি কারিগরি বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কোন বস্তু তৈরী, ডিজাইন ও কনস্ট্রাকশনের কাজে কতকগুলি ভিন্ন ভিন্ন রেখার মাধ্যমে তাহাদের বিষয়টিকে অপরের কাছে উপস্থাপন করাই অংকন এর উদ্দেশ্য। তাই প্রকৌশলবিদগণের উক্তি হলোঃ

“Drawing is the language of Engineer”.

অংকন এর শ্রেণীবিভাগ

অংকন কে প্রধানত দুই বিভাগে ভাগ করা যাইতে পারে, যথাঃ

  1. শৈল্পিক অংকন
  2. প্রকৌশল অংকন

ড্রইং কাকে বলে,অংকন অথবা ড্রইং উদ্দেশ্য,অংকন এর শ্রেণীবিভাগ

প্রকৌশল অঙ্কনে ব্যবহৃত যন্ত্র

  • অঙ্কন পত্রক
  • অঙ্কন বোর্ড
  • মিনি ড্রাফটার
  • টি বর্গক্ষেত্র
  • কম্পাস
  • বিভাজক
  • ফরাসি বাঁক
  • টেমপ্লেট
  • পেন্সিল
  • ইরেজার
  • বর্গক্ষেত্র সেট করুন
  • ক্লিনোগ্রাফ
  • প্রট্র্যাক্টর

তো আজকে আমরা দেখলাম যে ড্রইং কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

1 thought on “ড্রইং কাকে বলে? | অংকন অথবা ড্রইং উদ্দেশ্য | অংকন এর শ্রেণীবিভাগ”

Leave a Comment