তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য কি: আজকে আমরা জানবো তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য কি?
তাপ | তাপমাত্রা |
---|---|
তাপ এক প্রকার শক্তি, যা ঠাণ্ডা বা গরমের অনুভূতি জাগায়। | তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে নিয়ে এলে তাপ দেবে-না নেবে তা নির্ধারণ করে। |
তাপের প্রবাহ তাপের পরিমাণের ওপর নির্ভর করে না। | তাপের প্রবাহ তাপমাত্রার ওপর নির্ভর করে। |
তাপ হলো তাপমাত্রার কারণ। | তাপমাত্রা হলো তাপের ফল। |
তাপ পরিমাপের একক জুল। | তাপমাত্রা পরিমাপের একক কেলভিন। |
দুটি বস্তুর তাপমাত্রা এক হলেও এদের তাপের পরিমাণ ভিন্ন হতে পারে। | দুটি বস্তুর তাপের পরিমাণ এক হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে। |
তাপ বস্তুস্থিত অণুর শক্তির সমানুপাতিক। | তাপমাত্রা বস্তুস্থিত গড় শক্তির সমানুপাতিক। |
তাপ পরিমাপক যন্ত্রের নাম ক্যালরি মিটার। | তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার। |
তো আজকে আমরা দেখলাম যে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য কি এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!