দর্শক আয়ন কাকে বলে? | দর্শক আয়নের উদাহরণ

দর্শক আয়ন কাকে বলে: আজকে আমরা জানবো দর্শক আয়ন কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

দর্শক আয়ন কাকে বলে
দর্শক আয়ন কাকে বলে

দর্শক আয়ন কাকে বলে?

বিক্রিয়ায় এসিডের হাইড্রোজেন আয়ন ও ক্ষারের হাইড্রোক্সিল আয়ন যুক্ত হয়ে পানি উৎপন্ন করে। সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে সোডিয়াম ও ক্লোরাইড আয়ন হিসেবে থাকে। জলীয় দ্রবণে সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এদের দর্শক আয়ন বলে।

যে আয়ন রাসায়নিক বিক্রিয়ার উভয় পাশে অপরিবর্তিত থাকে তাকে দর্শক আয়ন বলে।

দর্শক আয়নের উদাহরণ

HCl ও NaOH পরস্পরের সাথে বিক্রিয়া করে NaCl লবণ ও পানি উৎপন্ন করে।

HCl(aq) + NaOH(aq) → NaCl(aq) + H2O(l)

উপরিউক্ত বিক্রিয়ায় Na+ ও Cl- দর্শক আয়ন। কারণ প্রকৃতপক্ষে এই প্রশমন বিক্রিয়ায় এসিড হাইড্রোজেন আয়ন(H+) সরবরাহ করে এবং ক্ষার হাইড্রোক্সাইড আয়ন (OH-) সরবরাহ করে। এরপর উক্ত আয়ন দুটি পরস্পরের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। NaCl জলীয় দ্রবণে Na+ এবং Cl- আয়ন হিসেবে থাকে।

H+(aq) + Cl(aq) + Na+(aq) + OH-(aq) → Na+(aq) + Cl(aq) + H2O(l)

Also Read: RFL WEB DO

Also Read: প্রক্রিয়া প্রতীক কাকে বলে

দর্শক আয়ন কাকে বলে,দর্শক আয়নের উদাহরণ

তো আজকে আমরা দেখলাম যে দর্শক আয়ন কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment