দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য কি?

দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য কি
দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য কি

দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য কি: আজকে আমরা জানবো দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য কি?

দ্রুতিবেগ
সরল ও বক্রপথে চলমান বস্তুর অবস্তার পরিবর্তনের হারকে দ্রুতি বলে ।পক্ষান্তরে নিদিষ্ট দিকে কোন বস্তুর অবস্তার পরিবর্তনের হারকে বেগ বলে ।
বেগের মানেই দ্রুতি।পক্ষান্তরে নিদিষ্ট দিকে দ্রুতিই বেগ।
দ্রুতি সর্বদা ধনাত্মক।বেগ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে।
দ্রুতি স্কেলার রাশি।পক্ষান্তরে বেগ ভেক্টর রাশি ।
দ্রুতির যোগ বা বিয়োগ সাধারণ গাণিতিক নিয়মে করা যায় ।পক্ষান্তরে বেগের যোগ বা বিয়োগ সাধারণ গাণিতিক নিয়মে করা যায় না।
মানের পরিবর্তনে দ্রুতির পরিবর্তন ঘটে।পক্ষান্তরে মান ও দিক উভয়ের পরিবর্তনে বেগের পরিবর্তন ঘটে।
স্পিডোমিটার দ্বারা দ্রুতি পরিমাপ করা হয়।ভেলাটোমিটার দ্বারা বেগ পরিমাপ করা হয়।

তো আজকে আমরা দেখলাম যে দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য কি এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment