নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? – বিস্তারিত

হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো “নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি”। তো চলুন দেখে নেওয়া যাক:

নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?

যেসব সন্ধিসমূহ স্বরসন্ধি বা ব্যঞ্জনসন্ধি বা বিসর্গসন্ধির নিয়মগুলো মেনে চলে না, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

তৎসম শব্দের সন্ধিতেই শুধু নিপাতনে সিদ্ধ সন্ধি হয়।

কতগুলো সন্ধি নিপাতনে সিদ্ধ হয় । যেমন : আ + চর্য আশ্চর্য পর + পর পরস্পর বৃহৎ + পতি বৃহস্পতি এক + দশ একাদশ মনস + ঈষা মনীষা দিব + লোক দ্যুলোক পতৎ + অঞ্জলি পতঞ্জলি ষট্ + দশ ষোড়শ গো + পদ গোষ্পদ হরি + চন্দ্র হরিশ্চন্দ্র তৎ + কার তস্কর প্রায় + চিত্ত প্রায়শ্চিত্ত ।

নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ

  • সীম+অন্ত = সীমান্ত
  • কুল+অটা = কুলটা
  • গো+অক্ষ = গবাক্ষ
  • অন্য+অন্য = অন্যান্য
  • গো+ইন্দ্র = গবেন্দ্র
  • প্র+এষণ = প্রেষণ
  • স্ব+ঈর = স্বৈর
  • স্ব+ঈরিনী = স্বৈরনী
  • শুদ্ধ+ওদন = শুদ্ধোধন
  • মার্ত+অণ্ড = মার্তণ্ড
  • প্র+ঊঢ় = প্রোঢ়
  • অন্য+অন্য = অন্যান্য

নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি

  • দিব্+লোক = দ্যুলোক
  • আ+চর্য = আশ্চর্য
  • বৃহৎ+পতি = বৃহস্পতি
  • মনস্+ঈষা = মনীষা
  • গো+য = গব্য
  • হরি+চন্দ্র = হরিশচন্দ্র
  • তৎ+কর = তস্কর
  • গো+পদ = গোষ্পদ
  • পতৎ+অঞ্জলি = পতঞ্জলি
  • এক+দশ = একাদশ
  • ষট্+দশ = ষোড়শ
  • বন+পতি = বনস্পতি
  • পর+পর = পরস্পর
  • হিন্স+অ = হিংস
  • নৌ+য = নাব্য

নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি

  • প্রাত:+কাল = প্রাত:কাল
  • মন:+কষ্ট = মন:কষ্ট
  • অহ:+নিশ = অহর্নিশ
  • বাচ:+পতি = বাচস্পতি
  • অহ:+ অহ = অহরহ
  • শির:+পীড়া = শির:পীড়া

বিশেষ নিয়মে সাধিত সন্ধি

  • উৎ+স্থাপন = উন্থাপন
  • সম+কৃত = সংস্কৃত
  • পরি+কৃত = পরিষ্কৃত
  • পরি+কার = পরিষ্কার
  • সম্+কার = সংস্কার
  • উৎ+স্থান = উন্থান
  • সম+কৃতি = সংস্কৃতি

আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে, শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment