পরমাণু কাকে বলে: আজকে আমরা জানবো পরমাণু কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
পরমাণু কাকে বলে?
মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে মৌলটির সমস্ত ধর্ম উপস্থিত থাকে এবং যেটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে পরমাণু বলে।
OR: মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ অক্ষুন্ন থাকে তাকে পরমাণু বলে ।
কোন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ যার মধ্যে ঐ মৌলের বৈশিষ্ট্য অক্ষুন্ন থাকে, যা স্বাধীনভাবে অবস্থান করতে পারে না কিন্তু রাসায়নিক বিক্রায়ায় অংশগ্রহন করতে পারে তাকে ঐ মৌলের পরমানু বলে।
Also Read: পরিসীমা কাকে বলে
পরমাণু হলো পদার্থের মৌলিক একক বা কণা, একটি পরমাণু অকল্পনীয়ভাবে ছোট, এ কারণেই একে আর ভাঙা যায় না।
উদাহরণ: নাইট্রোজেন পরমাণু (N), লোহার পরমাণু (Fe), কার্বন (C), অক্সিজেন (O), ফ্লোরিন(F) ইত্যাদি।
পরমাণুতে ২ ধরনের মূল কণিকা পাওয়া যায়
- অস্থায়ী কনিকা : যে মূল কণা পরমাণুর মধ্যে সবসময় পাওয়া যায় না,তাকে অস্থায়ী মূল কনিকা বলে।যেমন:পজিট্রন,নিউট্রিনো,এন্টিনিউট্রিনো,বোসন কনা,পাইওন,মেসন,মিউওন, ইত্যাদি।
- স্থায়ী কনিকা : যে সব মূল কণিকা স্থায়ীভাবে সকল মৌলের পরমাণুতেই উপস্থিত থাকে তাদেরকে স্থায়ী মূল কণিকা বলে। পরমাণুর স্থায়ী মূল কণিকা তিনটি। যা হলো:ইলেক্ট্রন, নিউট্রন, প্রোটন। তবে একমাত্র ব্যতিক্রম হাইড্রোজেনে কোনো নিউট্রন নেই।
পরমানুতে স্থায়ী এবং অস্থায়ী কনিকা ছাড়াও আরেক ধরনের ভারী কনিকা পাওয়া যায়,যাকে কম্পোজিট কনিকা বলে।যেমন: ডিউটেরণ কণা, আলফা কনা।
Also Read: বল কাকে বলে
একটি পরমাণুর আকার কত?
একটি পরমাণুর ব্যাসার্ধ 30 থেকে 300 pm (এক মিটারের ট্রিলিয়ন ভাগ) বা 0.3 এবং 3 Angstrom এর মধ্যে।
একটি পরমাণুর আকার অত্যন্ত ছোট, আমাদের কল্পনার চেয়ে অনেক ছোট। লক্ষাধিক পরমাণু একত্রে স্তূপ করা হলে একটি পাতলা কাগজের মতো পুরু একটি পরমাণুর একটি স্তর তৈরি হয়।
ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কি?
ইলেক্ট্রন, প্রোটন, নিউট্রন হল সাবএটমিক কণা যা পরমাণু তৈরি করে ।
নিউট্রন এবং প্রোটন পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। ওই কেন্দ্রকে নিউক্লিয়াস বলে। ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘোরে।
ইলেক্ট্রন ঋণাত্মক চার্জযুক্ত, প্রোটন ধনাত্মক চার্জযুক্ত এবং নিউট্রন নিরপেক্ষ।
পরমাণুর মধ্যে নিউট্রনের ভর সর্বাধিক।
একটি পরমাণুর ভর কী দিয়ে গঠিত?
একটি পরমাণুর ভর নিউক্লিয়াসের ভর এবং ইলেকট্রনের ভর নিয়ে গঠিত।
তো আজকে আমরা দেখলাম যে পরমাণু কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!