পরিধি কাকে বলে: আজকে আমরা জানবো পরিধি কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

পরিধি কাকে বলে?
একটি বদ্ধ বক্ররেখার সীমান্ত বরাবর দৈর্ঘ্যকে তার পরিধি বলে।
অথবা: বৃত্তের চারদিকের সীমান্ত বরাবর দূরত্বকে বৃত্তের পরিধি বলে।
বৃত্তের পরিধির সূত্র
একটি বৃত্তের পরিধি = 2 π r = π D একক
π মান সহ ধ্রুবক (22/7 বা 3.14 )
- r = বৃত্তের ব্যাসার্ধ
- D = বৃত্তের ব্যাস
Also Read: অস্থিমজ্জা কাকে বলে
তো আজকে আমরা দেখলাম যে পরিধি কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!