পিচ কাকে বলে: আজকে আমরা জানবো পিচ কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
পিচ কাকে বলে?
স্ক্রুগজের টুপি একবার ঘোরালে এর যতটুকু সরণ ঘটে বা রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য এটি অতিক্রম করে তাকে স্ক্রুটির পিচ বলে।পুরো একবার ঘুরানোর পর স্কেল লাগানো স্কুটি হয়তো 1 mm অগ্রসর হয়।
যে বৃত্তাকার অংশটি ঘুরিয়ে স্কেল টিকে সামনে-পেছনে নেওয়া হয় সেটিকে সমান 100 ভাগে ভাগ করা হলে প্রতি একঘর ঘূর্ণনের জন্য স্কেলটি পিচের 1/100 ভাগের এক ভগ অগ্রসর হয়। অর্থাৎ এই স্কেলে 1/100 = 0.01mm পর্যন্ত মাপা সম্ভব হতে পারে, এটাকে স্ক্রু গজের ন্যৃনাঙ্ক বলে বলে।
Also Read: বাংলা ভাষা কাকে বলে
লঘিষ্ঠ গণন (Least count) কাকে বলে?
স্ক্রু-গজের টুপির সাহায্যে বৃত্তাকার স্কেলটি মাত্র এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা স্ক্রুটি রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে আসে তাকে যন্ত্রের লঘিষ্ঠ গণন (Least count) বলে। একে সংক্ষেপে L.C দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং,
লঘিষ্ঠ গনন(L.C)= পিচ/বৃত্তাকার স্কেলের ভাগের সংখ্যা।
তো আজকে আমরা দেখলাম যে পিচ কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!
পিচ কাকে বলে,পিচ কাকে বলে পদার্থবিজ্ঞান