পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? | পূর্ণবর্গ সংখ্যা চেনার উপায়

পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে: আজকে আমরা জানবো পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে,পূর্ণবর্গ সংখ্যা চেনার উপায়
পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে

পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে?

কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুন করলে যে সংখ্যা পাওয়া যায়, তা হলো পূর্ণবর্গ সংখ্যা। যেমন ৭ কে ৭ দিয়ে গুন করলে ৪৯ পাওয়া যায়। তাই ৪৯ হলো পূর্ণবর্গ সংখ্যা।

Also Read: রাশি কাকে বলে

পূর্ণবর্গ সংখ্যা চেনার উপায়

কোনো পূর্ণবর্গ সংখ্যার অঙ্কগুলিকে পরপর যোগকরলে (প্রয়োজনে বার বার যোগ করলে) যে এক অংকের সংখ্যাটি পাওয়া যাবে তা যদি ১,৪,৭ বা ৯ হয় তাহলে ওই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয়।

যেমন: ২৫এর বর্গ ৬২৫

৬২৫ = ৬+২+৫=১৩ (আবার ১৩ এর অঙ্কগুলিকে পরপর রেখে যোগ করতে হবে)

১৩=১+৩= ৪

শেষে আমরা ৪ পেলাম। (আমরা আগেই জেনেছি যদি ১,৪,৭ বা ৯ হয় তাহলেই সংখ্যাটি পূর্ণবর্গ হবে)
তাই ৬২৫ যে পূর্ণবর্গ সংখ্যা তা সহজেই বুঝে নিতে পারলাম।

আরো একটি উদাহরণ ৪৪১ সংখ্যাটি পূর্ণবর্গ কিনা জানার জন্য একই পদ্ধতি প্রয়োগ করলাম।
৪৪১ = ৪+৪+১=৯ (অর্থাৎ এটিও একটি পূর্ণবর্গ সংখ্যা)

তো আজকে আমরা দেখলাম যে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে,পূর্ণবর্গ সংখ্যা চেনার উপায়

Leave a Comment