পূর্ণ সংখ্যা কাকে বলে? | পূর্ণ সংখ্যা বের করার নিয়ম

পূর্ণ সংখ্যা কাকে বলে: আজকে আমরা জানবো পূর্ণ সংখ্যা কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

পূর্ণ সংখ্যা কাকে বলে,পূর্ণ সংখ্যা বের করার নিয়ম,পূর্ণ সংখ্যার প্রকার ও কি কি
পূর্ণ সংখ্যা কাকে বলে

পূর্ণ সংখ্যা কাকে বলে?

পূর্ণ সংখ্যা হচ্ছে 0 সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা সমূহ। যে সংখ্যায় কোন দশমিক বা ভগ্নাংশ সংখ্যা থাকে না। যেমনঃ ০, ১, ১২, ১৫ ।

যে সমস্ত সংখ্যার কোন ভগ্নাংশ থাকে না সেগুলো পূর্ণ সংখ্যা। যেমন 1,-3,5,0 ইত্যাদি।

পূর্ণ সংখ্যা বের করার নিয়ম

পূর্ণ সংখ্যা বের করার কিছু নিয়ম রয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই নিয়ম গুলো কি। পূর্ণ সংখ্যা বের করার নিয়ম হচ্ছেঃ-

  1. কোন সংখ্যায় যদি কোন দশমিক বা ভগ্নাংশ না থাকে তাহলে সেটি পূর্ণ সংখ্যা।
  2. শূন্য থাকলে সেটি পূর্ণ সংখ্যা।
  3. কোন পূর্ণ সংখ্যার একক স্থানীয় অঙ্ক ০, ১, ৪, ৫, ৬।
  4. ধনাত্মক এবং ঋণাত্মক সংখা পূর্ণ সংখ্যা।

Also Read: পর্যায় সারণি কাকে বলে

Also Read: সুষম খাদ্য কাকে বলে

Some Important Think

  • শূন্য ছাড়া বাকি স্বাভাবিক সংখ্যাগুলিকে বলা হয় ধনাত্মক পূর্ণসংখ্যা (Positive Integers)।
  • প্রত্যেক ধনাত্মক পূর্ণসংখ্যার একটি এবং একটিমাত্র ঋণাত্মক বিপরীত সংখ্যা পাওয়া যায় যাতে করে এই দুই সংখ্যার (ধনাত্মক এবং ঋণাত্মক) যোগফল হয় শূন্য। ধনাত্মক পূর্ণসংখ্যাগুলির ঋণাত্মক বিপরীতগুলিকে বলা হয় ঋণাত্মক পূর্ণসংখ্যা (Negative Integer)
  • সকল পূর্ণসংখ্যার সেটকে Z(ইউনিকোড U+২১২৪) চিহ্ন দিয়ে নির্দেশ করা হয়। জার্মান ভাষায় জাহলান (Zahlen) শব্দের অর্থ সংখ্যা যা থেকে চিহ্নটি এসেছে।
  • ধনাত্মক পূর্ণসংখ্যা, ঋণাত্মক পূর্ণসংখ্যা, এবং শূন্য, এই তিনরকম ধরনের সংখ্যাগুলিকে সবমিলিয়ে বলা হয় পূর্ণসংখ্যা।

পূর্ণ সংখ্যার প্রকার ও কি কি?

পূর্ণ সংখ্যা ৩ প্রকার, যা হল –

  1. শূন্য
  2. ধনাত্মক পূর্ণসংখ্যা
  3. ঋণাত্বক পূর্ণসংখ্যা

শূন্য: শূন্য হলো একটি পূর্ণ সংখ্যা। এটি ঋণাত্বক কিংবা ধনাত্বক পূর্ণ সংখ্যা নয়।

ধনাত্মক পূর্ণসংখ্যা: শূন্য এর থেকে বড় সমস্ত পূর্ণ সংখ্যাকে ধনাত্বক পূর্ণ সংখ্যা বলা হয়। যেমন: ১,২,৩,৪,৫ ইত্যাদি। ধনাত্মক পূর্ণসংখ্যা আবার ৩ প্রকার : যা হলো

ঋণাত্বক পূর্ণসংখ্যা: শূন্য এর থেকে ছোটো সমস্ত পূর্ণ সংখ্যাকে ঋণাত্বক পূর্ণ সংখ্যা বলা হয়। যেমন: -১, -২,-৩,-৪ ইত্যাদি হলো ঋণাত্বক পূর্ণ সংখ্যার উদাহরণ।

তো আজকে আমরা দেখলাম যে পূর্ণ সংখ্যা কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment