পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ কোনটি? – বিস্তারিত

হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো “পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ কোনটি”। তো চলুন দেখে নেওয়া যাক:

পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ কোনটি

পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ কোনটি?

পৃথিবীর সবচেয়ে বড় ব – দ্বীপ বাংলাদেশ। ব-দ্বীপ কে ইংরেজিতে ডেল্টা বলা হয়ে থাকে।

দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি ব – দ্বীপ যা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ নিয়ে গঠিত। এটি পৃথিবীর বৃহত্তম নদী ভিত্তিক ব – দ্বীপ।

এটি গঙ্গা, ব্রহ্মপুত্র সহ বেশ কয়েকটি নদীর মিলিত জলরাশি হিসেবে বঙ্গোপসাগরে পতিত হয়। এ কারণে একে অনেক সময় গঙ্গা – ব্রক্ষ্মপুত্র ব – দ্বীপ নামেও অভিহিত করা হয়।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে, শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment