প্রযোজক ও পরিচালকের মধ্যে পার্থক্য কি?

প্রযোজক ও পরিচালকের মধ্যে পার্থক্য কি: আজকে আমরা জানবো প্রযোজক ও পরিচালকের মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

প্রযোজক ও পরিচালকের মধ্যে পার্থক্য কি

প্রযোজক ও পরিচালকের মধ্যে পার্থক্য কি?

প্রযোজকপরিচালক
যিনি একটি প্রজেক্ট প্রযোজনা করেন। অর্থাৎ, তিনি প্রডিউসার। বেশির ভাগ ক্ষেত্রে অভিনয়-কুশলীদের সিডিউল নেওয়া থেকে।শুরু করে নির্মাণকালীন বিভিন্ন খরচের ব্যায়ভার একজন প্রযোজক বহন করে থাকেন। পরবর্তীতে সিনেমা/নাটক মুক্তি পেলে তা বিভিন্ন সিনেমা হল ও টিভি চ্যানেলে কিংবা, বিপনীসত্ত্ব ও সিডি-ডিভিডিসত্ত্ব বিক্রয় করে মুনাফা অর্জন করে থাকেন তিনি।যিনি পুরো চলচিত্র বা, নাটক পরিচালনা করবেন। অর্থাৎ, ডিরেক্টর হিসেবে তাকে আমরা চিনি। তার কাজ, চিত্র নাট্যটিকে যথাসম্ভব বাস্তবসম্মত ও আকর্ষণীয় করে ফুটিয়ে তোলার জন্য কুশলীদের অভিনয় ও ক্যামেরা-লাইট- ক্রেন-রেল-শেড ইত্যাদি প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা।

তো আজকে আমরা দেখলাম যে প্রযোজক ও পরিচালকের মধ্যে পার্থক্য কি এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment