প্রাইমারি কী ও ফরেন কি এর মধ্যে পার্থক্য কি?

প্রাইমারি কী ও ফরেন কি এর মধ্যে পার্থক্য কি: আজকে আমরা জানবো প্রাইমারি কী ও ফরেন কি এর মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

প্রাইমারি কী ও ফরেন কি এর মধ্যে পার্থক্য কি?

প্রাইমারি কীফরেন কি
কোনো ফাইলে সাধারণত এক বা একাধিক ফিল্ড থাকে। এ ফিল্ডগুলোর মধ্যে কমপক্ষে একটি ফিল্ড থাকবে যার ডেটাগুলো অদ্বিতীয় অর্থাৎ ঐ ফিল্ডের প্রতিটি ডেটা ভিন্ন ভিন্ন হবে এবং ঐ ফিল্ডের কোনো ডেটা ফাঁকা থাকতে পারবে না। এ ধরনের ফিল্ডকে প্রাইমারি কী বলে।রিলেশনাল ডেটাবেজ মডেলে কোনো একটি টেবিলের প্রাইমারি কী যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন ঐ কী ফিল্ডকে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কী বলে।
ডেটা সনাক্তকরণে ব্যবহৃত হয় ।দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরি করতে ব্যবহৃত হয় ।
একটি টেবিলে একটিমাত্র প্রাইমারি কী থাকে ৷একটি টেবিলে বিভিন্ন টেবিলের একাধিক ফরেন কী থাকতে পারে ।
এটি NULL নয় ।এটি NULL.
এ ফিল্ডের প্রত্যেকটি ভ্যালু Unique বা অদ্বিতীয় ।এটি সর্বদা প্রাইমারি কী – কে রেফার করে ।

তো আজকে আমরা দেখলাম যে প্রাইমারি কী ও ফরেন কি এর মধ্যে পার্থক্য কি এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment