বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? – বিস্তারিত

হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো “বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি”। তো চলুন দেখে নেওয়া যাক:

বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? - বিস্তারিত

বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?

বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি। এলাকা অনুযায়ী রাঙ্গামাটি দেশের বৃহত্তম জেলা।

এর ব্যাপারে আরোও বেশ কিছু ধারণা:

  • এলাকা: ৬১১৬.১৩ কিমি²
  • উচ্চতা: 17 মি
  • জনসংখ্যা: 5.96 লক্ষ (2011)
  • এরিয়া কোড: 0351

রাঙ্গামাটি ধর্ম বিশ্বাস

রাঙ্গামাটি ধর্ম বিশ্বাস- ২০১১ধর্মের(%)
মুসলিম৩৬.৮২%
বৌদ্ধ৫৬.০৬%
হিন্দু ৫.৩০%
খ্রিষ্টান ও অন্যান্য ধর্মাবলম্বী১.৮২%

ধর্ম বিশ্বাস অনুসারে রাঙ্গামাটি জেলার মোট জনসংখ্যার ৫.৩০% হিন্দু, ৩৬.৮২% মানুষ মুসলিম,৫৬.০৬% বৌদ্ধ আর ১.৮২% খ্রিষ্টান ও অন্যান্য ধর্মাবলম্বী।

রাঙ্গামাটি জেলায় চাকমা, খেয়াং, খুমি, লুসাই, ম্রো, পাংখোয়া,মারমা, তঞ্চঙ্গ্যা, বম, চাক, মুরং, ত্রিপুরা, সাঁওতাল, মণিপুরী প্রভৃতি ক্ষুদ্র-নৃগোষ্ঠীর বসবাস রয়েছে।

Also Read: পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি

রাঙ্গামাটির প্রতিষ্ঠাকাল

রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য অঞ্চল কে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টি হয়েছিল ১৮৬০ সালের ২০ জুন তারিখে।

এ জেলা হওয়ার আগে এর নাম ছিল কার্পাস মহল। পার্বত্য চট্টগ্রাম থেকে ১৯৮১ সালে বান্দরবান তৈরি হয় এবং ১৯৮৩ সালে খাগড়াছড়ি পৃথক জেলা সৃষ্টি করা হলে পার্বত্য চট্টগ্রাম জেলার মূল অংশ রাঙ্গামাটি পার্বত্য জেলা হিসেবে আত্মপ্রকাশ করে।

রাঙ্গামাটির পথ আগত রাজত্ব আদায় ব্যবস্থায় পার্বত্য জেলায় রয়েছে চাকমা সার্কেল চীফ। মূলত চাকমা রাজা হলেন নিয়মতান্ত্রিক চাকমা সার্কেল চীফ।

রাঙামাটির প্রশাসনিক এলাকাসমূহ

রাঙ্গামাটি জেলার মধ্যে মোট:

  • ১০ টি উপজেলা
  • ১২ টি থানা
  • ২ টি পৌরসভা
  • ৫০ টি ইউনিয়ন
  • ১৫৯ টি মৌজা
  • ১৩৪৭ টি গ্রাম

এবং একটি সংসদীয় আসন গঠিত হয়েছে।

রাঙ্গামাটির অবস্থান এবং সীমানা

রাঙ্গামাটি জেলাটির অবস্থান বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অংশের ২২°২৭´ থেকে ২৩°৪৪´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৫৬´ থেকে ৯২°৩৩´ পূর্ব দ্রাঘিমাংশ এ।

বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে রাঙ্গামাটি জেলার দূরত্ব প্রায় ৩০৮ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর হতে মাত্র ৭০ কিলোমিটার।

রাঙ্গামাটি জেলার পশ্চিমে রয়েছে চট্টগ্রাম জেলা ও খাগড়াছড়ি জেলা,,দক্ষিণে রয়েছে বান্দরবান জেলা, উত্তরে রয়েছে ভারতের ত্রিপুরা প্রদেশ এবং পূর্বে ভারতের মিজোরাম প্রদেশ ও মায়ানমারের চিন প্রদেশ।

রাঙ্গামাটি বাংলাদেশের একমাত্র জেলা যেখানে মায়ানমার ও ভারত দুটি দেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে।

রাঙামাটির উপজেলাসমূহ

ক্রমিক নংউপজেলাআয়তন
(বর্গ কিলোমিটার)
প্রশাসনিক থানা
০১.রাঙ্গামাটি সদর৫৪৬.৪৯কোতোয়ালী
০২.কাউখালী৩৩৯.২৯কাউখালী
০৩.কাপ্তাই২৫৯চন্দ্রঘোনা
০৪.কাপ্তাই২৫৯কাপ্তাই
০৫.জুরাছড়ি৬০৬.০৫জুরাছড়ি
০৬.নানিয়ারচর৩৯৩.৬৮নানিয়ারচর
০৭.বরকল৭৬০.৮৮বরকল
০৮.বাঘাইছড়ি১৯৩১.২৮বাঘাইছড়ি
০৯.বাঘাইছড়ি১৯৩১.২৮সাজেক
১০.বিলাইছড়ি৭৪৫.৯২বিলাইছড়ি
১১.রাজস্থলী১৪৫.০৪রাজস্থলী
১২.লংগদু৩৮৮.৪৯লংগদু
বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?

বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি।

ঢাকা থেকে রাঙ্গামাটির দূরত্ব কত?

বাংলাদেশের রাজধানী ঢাকা হতে রাঙ্গামাটি জেলার দূরত্ব প্রায় ৩০৮ কিলোমিটার।

রাঙ্গামাটির আনুমানিক আয়তন কত?

রাঙ্গামাটির আনুমানিক আয়তন প্রায় ৬১১৬.১৩ বর্গ কিলোমিটার।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে, শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment