হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো “বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দেশ কোনটি”। তো চলুন দেখে নেওয়া যাক:
বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দেশ কোনটি?
বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দেশ হলো ভ্যাটিকান সিটি (.৪৪ বর্গকিলোমিটার)।
পৃথিবীর ক্ষুদ্রতম দশটি দেশ এর মধ্যে সবচেয়ে ছোট দেশটি হলো ইতালির রাজধানী রোমের ভেতর অবস্থিত ভ্যাটিকান সিটি। এটি The Holy See নামেও পরিচিত। সারা বিশ্বের ক্যাথলিক চার্চগুলোর প্রাণকেন্দ্র এই ভ্যাটিকান। এখানেই বাস করে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মগুরু পোপ। তিনিই দেশটির শাসনকার্য পরিচালনা করেন। সবচেয়ে কম জনসংখ্যার দেশও এই ভ্যাটিকান সিটি।
শুধুমাত্র পোপ কর্তৃক অনুমোদিত ব্যক্তিরাই বাস করতে পারে এখানে। ভ্যাটিকান সিটিতে রয়েছে হাজার বছরের পুরোনো বিভিন্ন গোপন দলিল দস্তাবেজ ও ঐতিহাসিক স্থাপনা। তন্মধ্যে উল্লেখযোগ্য সেন্ট পিটার ব্যাসিলিকা, ভ্যাটিকান মিউজিয়াম ও সিস্টিন চ্যাপেল। প্রতি বছর প্রায় চার মিলিয়ন পর্যটক ছুটে আসে খ্রিস্টানদের এই পবিত্র ভূমিতে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে, শেয়ার করতে ভুলবেন না।