ভগ্নাংশ কাকে বলে? | ভগ্নাংশ কত প্রকার ও কি কি?

ভগ্নাংশ কাকে বলে: আজকে আমরা জানবো ভগ্নাংশ কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

ভগ্নাংশ কাকে বলে,ভগ্নাংশ কত প্রকার ও কি কি
ভগ্নাংশ কাকে বলে

Table of Contents

ভগ্নাংশ কাকে বলে?

কোন বস্তু বা পরিমাণের অংশ বা ভাগ নির্দেশ করতে যে সংখ্যা শ্রেণি ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে।

যার লব ও হর আছে তাকে ভগ্নাংশ বলে।

দুটি পূর্ণ সংখ্যাকে অনুপাত বা ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে।

ভগ্নাংশ=লব/হর

ভগ্নাংশ কত প্রকার ও কি কি?

ভগ্নাংশ দুই প্রকার। যথা–

  1. সাধারণ ভগ্নাংশ
  2. দশমিক ভগ্নাংশ

সাধারণ ভগ্নাংশ কত প্রকার ও কি কি?

সাধারণ ভগ্নাংশ তিন প্রকার । যথা–

  1. প্রকৃত ভগ্নাংশ
  2. অপ্রকৃত ভগ্নাংশ
  3. মিশ্র ভগ্নাংশ

প্রকৃত ভগ্নাংশ

ভগ্নাংশের লব হর অপেক্ষা ছােট হলে, ভগ্নাংশটিকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন, ৩/৪, ৭/১২, ৩/১০ ইত্যাদি

অপ্রকৃত ভগ্নাংশ

ভগ্নাংশের লব, হরের সমান বা হর অপেক্ষা বড় হলে, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন, ২/২, ৬/৫, ১৯/১৩ ইত্যাদি ।

মিশ্র ভগ্নাংশ

যে ভগ্নাংশে একটি অখণ্ড সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ থাকে অর্থাৎ যে ভগ্নাংশটি একটি অখণ্ড সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশের সমন্বয়ে গঠিত, তাকে মিশ্র ভগ্নাংশ বলে।

মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে এবং অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায় ।

দশমিক ভগ্নাংশ কত প্রকার ও কি কি?

দশমিক ভগ্নাংশ দুই প্রকার। যথা–

  1. সসীম দশমিক ভগ্নাংশ
  2. অসীম দশমিক ভগ্নাংশ

সসীম দশমিক ভগ্নাংশ

যে সকল দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডানে সসীম সংখ্যক অংক থাকে তাদেরকে সসীম দশমিক ভগ্নাংশ বলে।

যেমন- ১৫/২=৭.৫। এখানে দশমিক সংখ্যার পর একটা নির্দিষ্ট সংখায় বের হয়ে ভাগ শেষ হয়ে গেছে মানে দশমিক সংখ্যাটা সসীমতায় আছে। তাই একে সসীম দশমিক ভগ্নাংশ বলে।

অসীম দশমিক ভগ্নাংশ

কোনো দশমিক ভগ্নাংশ এর মধ্যে দশমিক বিন্দুর পর অঙ্কগুলোর পুনরাবৃত্তি ঘটলে তাকে অসীম দশমিক ভগ্নাংশ বলে।

অর্থাৎ, যেমন ২০ কে ৬ ভাগ করলে, ৩.৩৩৩ এরকম একই সংখ্যা বার বার পুনরাবৃত্তি হবে। এগুলি অসীম দশমিক ভগ্নাংশ।

Also Read: দর্শন কাকে বলে

Also Read: ঐকিক নিয়ম কাকে বলে

ভগ্নাংশ সম্পর্কে তথ্য

  • সরল অঙ্ক করার সময় মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হয়।
  • দুটি ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেটার মান বড়। ৫/২ এর চেয়ে ৭/২ এর মান বড়।
  • দুটি ভগ্নাংশের লব একই হলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়। ৫/৩ এর চেয়ে ৫/২ এর মান বড়।
  • যেকোনো প্রকৃত ভগ্নাংশের মান ১ থেকে ছোট হয়। যেমন ১/২ এর মান ১ এর ছোট।
  • ভগ্নাংশের যোগফল বা বিয়োগফল সব সময় লঘিষ্ঠ তথা ছোট করে প্রকাশ করতে হয়। যেমন ৪/৮ কে লিখতে হবে ১/২।
  • কোনো ভগ্নাংশের লবকে হর এবং হরকে লব বানিয়ে দিলে বিপরীত ভগ্নাংশ পাওয়া যায়।

SOME FAQ:

প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশেপ্রকৃত ভগ্নাংশ। মধ্যে ছোট কোনটি?

প্রকৃত ভগ্নাংশ।

সমলব বিশিষ্ট ভগ্নাংশ কী?

যেসব ভগ্নাংশের লব একই তাদেরকে সমলব বিশিষ্ট ভগ্নাংশ বলা হয়।

লঘিষ্ঠ আকার বলতে কী বুঝ?

কোনো ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলতে বোঝায়, যে ভগ্নাংশটির হর ও লবের ১ ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে।

একাধিক ভগ্নাংশকে লঘিষ্ঠ সমহর বিশিষ্ঠ ভগ্নাংশে কীভাবে প্রকাশ করতে হয়?

একাধিক ভগ্নাংশকে লঘিষ্ঠ সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে, প্রথমে হরগুলোর লসাগু কো সাধারণ হর ধরে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে।

হর একই হলে, যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি কিরূপ?

হর একই হলে , যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়।

ভগ্নাংশকে ঊর্ধক্রমেসাজানো কাকে বলে?

ছোট থেকে বড় ক্রমে ভগ্নাংশগুলো পর পর লিকে সাজানোকে ঊর্ধক্রমে সাজানো বলে।

ভগ্নাংশকে অধঃক্রমে সাজানো কাকে বলে?

বড় থেকে ছোট ক্রমে ভগ্নাংগুলো পর পর লিখে সাজানোকে অধঃক্রম সাজানো বলে।

লব একই হলে, যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি কিরূপ?

লব একই হলে যে ভগ্নাংমের হর ছোট সেই ভগ্নাংমটি বড়।

প্রকৃত ভগ্নাংশ কাকে বলে?

যেসব ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট সেইগুলোকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়।

মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে কী পড়া হয়?

মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে সমস্ত পড়া হয়।

তো আজকে আমরা দেখলাম যে ভগ্নাংশ কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment