ভাজক কাকে বলে: আজকে আমরা জানবো ভাজক কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
ভাজক কাকে বলে,ভাজক নির্ণয় করার সূত্র
ভাজক কাকে বলে?
যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে।
ভাগফল নির্ণয়ের ক্ষেত্রে যে সংখ্যা দ্বারা অন্য কোন সংখ্যাকে ভাগ করা হয়ে থাকে তাকে ভাজক বলে। ভাজক মূলত কোন সংখ্যাকে কতভাগে ভাগ করা যাবে সেটা নির্ণয়ে সহায়তা করে।
যেমন ধরুন, 20 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তবে ভাগফল দাঁড়ায় 10 অর্থাৎ এখানে 20 হচ্ছে ভাজ্য, 10 হচ্ছে ভাগফল আর 2 হচ্ছে ভাজক আর ভাগশেষ থাকে 0 তাই এটি নিঃশেষে বিভাজ্য।
Also Read: সামন্তরিক কাকে বলে
ভাজক নির্ণয় করার সূত্র
নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্র: ভাজক = ভাজ্য / ভাগফল
নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক নির্ণয়ের সূত্র: ভাজক = (ভাজ্য – ভাগশেষ) / ভাগফল।
Also Read: সাহিত্য কাকে বলে
তো আজকে আমরা দেখলাম যে ভাজক কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!