মধ্যক কাকে বলে: আজকে আমরা জানবো মধ্যক কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
মধ্যক কাকে বলে?
পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে যেসকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেইগুলোর মানই হবে উপাত্তগুলোর মধ্যক।
যদি উপাত্তের সংখ্যা n হয় এবং n যদি বিড়োড় সংখ্যা হয় তবে মধ্যক হবে (n+1)÷ 2 তম পদের মান। আর n যদি জোড় সংখ্যা হয় তবে মধ্যক হবে (n÷2) তম ও (n÷2)+1 তম পদ দুইটির সাংখ্যিক মানের গড়।
OR: কোনো পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে যেসকল উপাত্ত সমান দুইভাগে ভাগ করা যায় সেই মানই হবে উপাত্তগুলোর মধ্যক।
Also Read: আধান কাকে বলে
তো আজকে আমরা দেখলাম যে মধ্যক কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!